Published : 10 Dec 2024, 09:19 PM
সাবেক প্রধানমন্ত্রী, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তার বিচারের দাবিতে বিএনপিপন্থি আইনজীবীরা বিক্ষোভ-মিছিল করেছেন।
মঙ্গলবার দুপুরে ঢাকা আইনজীবী সমিতির সামনে থেকে তারা মিছিল বের করেন। মুখ্য মহানগর হাকিম আদালত ঘুরে ফের আইনজীবী সমিতির সামনে গিয়ে তারা সংক্ষিপ্ত সমাবেশ করেন।
এসময় ঢাকা আইনজীবী সমিতির সভাপতি খোরশেদ মিয়া আলমসহ শতাধিক আইনজীবী উপস্থিত ছিলেন।
সমাবেশে খোরশেদ মিয়া আলম বলেন, “শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। কিন্তু তার দোসরদের ষড়যন্ত্র থেমে নেই। সারা দেশে আওয়ামী লীগের সন্ত্রাসীরা অপকর্ম চালাচ্ছেন। তারা এ দেশের মানুষের কাছে এখন ‘খুনি’ হিসেবে পরিচিত।
“শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে খুনের বিচার করতে হবে। আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”
তুমুল গণআন্দোলনে গত ৫ অগাস্ট পালিয়ে ভারতে যান শেখ হাসিনা। এরপর তার বিরুদ্ধে দেশে শতাধিক মামলা হয়েছে। গণহত্যার অভিযোগ জমা পড়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। দেশ ছাড়ার পর থেকে তিনি ভারতেই অবস্থান করছেন বলে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর এসেছে।