Published : 29 Apr 2025, 07:46 PM
চলতি বছরের হজযাত্রায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম হজ ফ্লাইট ৪১৪ জন যাত্রী নিয়ে সৌদি আরবে পোঁছেছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ শাখার মহাব্যবস্থাপক বোসরা ইসলাম মঙ্গলবার বিকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভোর ৩টায় রওনা হয়ে ফ্লাইটটি (বিজি-৩৫০১) বাংলাদেশ সময় সকাল ৯টা নাগাদ ৪১৪ জন হজযাত্রী নিয়ে জেদ্দায় অবতরণ করেছে।”
এর ঘণ্টা খানেক আগে এবারের হজযাত্রার প্রথম ফ্লাইটটি সৌদি আরব পৌঁছায়। সৌদিয়া এয়ারলাইন্সের ফ্লাইটে ৩৯৮ জন হজযাত্রী ছিলেন।
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিমান বাংলাদেশ বলেছে, “হজযাত্রীরা যেন নির্বিঘ্নে ও সুন্দরভাবে হজে যেতে পারেন এবং পবিত্র হজ পালন শেষে সুস্থভাবে মাতৃভূমিতে ফিরে আসতে পারেন সে উদ্দেশ্যে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে হজফ্লাইট পরিচালনা করছে বিমান।”
এ বছর ৮৭ হাজার ১০০ জন যাত্রী হজে যেতে নিবন্ধন করেন। এদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যাবেন ৫ হাজার ২০০ যাত্রী এবং বেসরকারি মাধ্যমে যাবেন ৮১ হাজার ৯০০ জন।
মোট হজযাত্রীদের ৫০ শতাংশ (৪৩ হাজার ৫৫০জন) পরিবহন করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ২৯ এপ্রিল থেকে ৩১ মে ২০২৫ পর্যন্ত হজের প্রাক-ফ্লাইট চলবে। আর ১০ জুন থেকে ১০ জুলাইয় পর্যন্ত চলবে ফিরতি ফ্লাইট।
বাংলাদেশ থেকে হজের ফ্লাইট যাবে ১১৮টি। এর মধ্যে জেদ্দার উদ্দেশে ৯৪টি এবং মদিনার উদ্দেশে যাবে ২৪টি।
সরকারিভাবে ১৩টি এবং বেসরকারিভাবে মোট ১০৫টি ফ্লাইট পরিচালিত হবে।
এসব ফ্লাইটের মধ্যে ঢাকা থেকে জেদ্দার উদ্দেশে ৭৬টি, চট্টগ্রাম থেকে জেদ্দার উদ্দেশে ১৪টি, এবং সিলেট থেকে জেদ্দার উদ্দেশে ৪টিসহ মোট ৯৪টি ফ্লাইট চলবে।
এছাড়া ঢাকা থেকে মদিনার উদ্দেশে ২০টি, চট্টগ্রাম থেকে মদিনার উদ্দেশে ৩টি এবং সিলেট থেকে মদিনার উদ্দেশে একটিসহ মোট ২৪টি ফ্লাইট পরিচালিত হবে।
সরকারি ১৩টি ফ্লাইটের ৮টি মদিনার উদ্দেশে এবং ৫টি জেদ্দার উদ্দেশে যাবে।
মোট ১০৮টি ফ্লাইটের মাধ্যমে হাজীরা দেশে ফিরে আসবেন। যেখানে জেদ্দা থেকে ৭৪টি, মদিনা থেকে ৩৪টি ফ্লাইট পরিচালিত হবে। এর মধ্যে সরকারি ১৩টি, বেসরকারি ৯৫টি ফ্লাইট।
এসব ফ্লাইটের মধ্যে জেদ্দা থেকে ঢাকার উদ্দেশে ৫৯টি, জেদ্দা থেকে চট্টগ্রামের উদ্দেশে ১২টি এবং জেদ্দা থেকে সিলেটের উদ্দেশে ৩টিসহ মোট ৭৪টি ফ্লাইট ফ্লাইট পরিচালিত হবে।
এছাড়া, মদিনা থেকে ঢাকা ২৭টি, মদিনা থেকে চট্টগ্রাম ৫টি, মদিনা থেকে সিলেট ২টিসহ মোট ৩৪টি ফ্লাইট পরিচালিত হবে। এখানে সরকারি ফ্লাইট থাকবে ১৩টি।
সৌদি থেকে ফেরত যাত্রীর জন্য বরাদ্দ আসন সংখ্যা ৪৫ হাজার ৫৮৮টি; যেখানে ঢাকায় ৩৬ হাজার ১৫৮টি, চট্টগ্রামে ৭ হাজার ১০৪টি, সিলেটে ২ হাজার ৩২৬টি।
সোমবার সন্ধ্যায় আশকোনা হজ ক্যাম্পে আনুষ্ঠানিকভাবে হজ ফ্লাইট উদ্বোধন করেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।
পুরনো খবর: