Published : 26 Mar 2025, 02:41 PM
রাজধানীর মিরপুর ১০ নম্বরে জুতা কিনতে গিয়ে এক নারীর হেনস্তার শিকার হওয়ার ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মিরপুর থানার ওসি সাজ্জাদ রুমন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, ওই ঘটনায় মঙ্গলবার রাতে পলি আক্তার নামের ওই নারী একটি মামলা করেছেন।
এরপর পুলিশ ২২ বছর বয়সী মো. সিফাত এবং ২৬ বছর বয়সী শেখ মো. মহসীনকে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছেন ওসি রুমন।
“নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং সাইবার অ্যাক্টে এই মামলা হয়। মামলায় অজ্ঞাত নামা আরো কয়েকজনের কথা বলা হয়েছে। অনুমতি ছাড়া মোবাইল ফোনে ছবি ধারণ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তা ছড়িয়ে দেওয়ার অভিযোগ আনা হয়েছে মামলায়।"
সোমবার বিকাল সাড়ে তিনটার দিকে মিরপুর ১০ নম্বরে ফুটপাতের ভাসমান দোকান থেকে জুতা কিনতে গিয়ে এক নারী হেনস্তার শিকার হন। এরপর ওই ঘটনায় বচসা থেকে ওই নারীর গায়ে হাত দেওয়া, তাকে চড়-থাপ্পড় মারার একটি ভিডিও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
এক মিনিট ১৬ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, ওই নারীকে চড়-থাপ্পড় দিচ্ছেন একজন। তার হাত ধরে টানাটানিও করতে দেখা যায়। এসময় পাশ থেকে কয়েকজন ‘চোর চোর’ বলছিলেন।
এ ঘটনাকে সাম্প্রতিক সময়ে আগের কয়েকটি নারী হেনস্তার ঘটনার সঙ্গে মিলিয়ে দেখে বিভিন্ন মন্তব্য করছেন নেটিজেনরা। এমন ঘটনার সমালোচনা করে তারা এর সুবিচার দাবি করেছেন।