Published : 23 Oct 2024, 10:58 PM
ঢাকা ও রংপুর বিভাগে নতুন বিভাগীয় কমিশনার নিয়োগ দিয়েছে সরকার।
বুধবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
ঢাকার বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব সরফ উদ্দিন আহমেদ চৌধুরী। আর বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের পরিচালক (অতিরিক্ত সচিব) মো. শহিদুল ইসলামকে রংপুরের বিভাগীয় কমিশনার করা হয়েছে।
গণআন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রশাসনে ব্যাপক রদবদলের মধ্যে গত ১১ সেপ্টেম্বর ঢাকার বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম ও রংপুরের বিভাগীয় কমিশনার মো. জাকির হোসেন সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়।
বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের আরেক প্রজ্ঞাপনে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মো. খালেদ রহিমকে মন্ত্রিপরিষদ বিভাগে বদলি করা হয়েছে।
সেইসঙ্গে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মো. আবুল হোসেন, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের এএইচএম লোকমান এবং উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক মো. আবুল কালাম আজাদকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।
পুরনো খবর-