Published : 08 Jul 2023, 04:09 PM
ভাতা বাড়ানোর পাশাপাশি ভাতা নিয়মিত দেওয়ার দাবিতে কর্মবিরতি পালন করছে পোস্টগ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি ডক্টরস্ অ্যাসোসিয়েশন।
ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে শনিবার বেলা সাড়ে ১১টায় পুস্পস্তবক অর্পণ করে পূর্বঘোষিত এই কর্মসূচি শুরুর কথা জানান অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. জাবির হোসেন।
দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মস্থলে না ফেরার ঘোষণা দিয়ে তিনি জানান, কেন্দ্রীয় শহীদ মিনারে রোববার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত গণঅনশন কর্মসূচিও পালন করবেন তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জাবির হোসেন বলেন, তারা ‘বাধ্য হয়ে’ এ কর্মসূচি গ্রহণ করেছেন। কর্তৃপক্ষ বারবার আশ্বাস দিলেও কোনো ‘কার্যকর ভূমিকা দেখাতে পারেনি’।
“২০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৫০ হাজার টাকা করার এই দাবি সকলে যৌক্তিক মনে করলেও কেন বাস্তবায়ন করছে না তা আমাদেরও প্রশ্ন। ভাতা আগে ছয় মাস পরপর দেওয়া হত। এখন ভাতা বাড়িয়ে ৫০ হাজার টাকা করার দাবির সঙ্গে আরেকটি দাবি হচ্ছে- ছয় মাস নয়, ভাতা প্রতি মাসে দিতে হবে।”
এই আন্দোলনের কারণে হাসপাতালগুলোতে মেডিকেল অফিসারদের বাড়তি সময় দিতে হচ্ছে জানিয়ে অ্যাসোসিয়েশনের সভাপতি বলেন, “আমরা চাই না কোনো রোগী আমাদের সেবা থেকে বঞ্চিত হোক। আমরা সরকারের সব জায়গায় গিয়েছি, সবাই শুধু আশ্বাস দিয়েছেন, কিন্তু আজ পর্যন্ত বাস্তবায়নের রূপ দেখিনি।”
কর্মবিরতির প্রথম দিনে শহীদ মিনারে অ্যাসোসিয়েশন এর বিভিন্ন নেতৃবৃন্দ ও সদস্যরা বক্তব্য দেন।
অ্যাসোসিয়েশনের সহসভাপতি ফরহাদ মোহাম্মদ তুহিন বলেন, “আমরা আন্দোলন করছি একেবারে নিরুপায় হয়ে। এখান থেকে পেছনে ফেরার কোনো সুযোগ নেই। দাবি মেনে নিয়ে প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত আমরা আমাদের কর্মস্থলে ফিরে যাব না।”
ভাতা বাড়ানোর দাবিতে এই কর্মসূচিতে যাওয়ার কথা গত সোমবার জানিয়েছিল প্রাইভেট ট্রেইনি ডক্টরস্ অ্যাসোসিয়েশন।
এর আগে গত মাসে একই দাবি নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছিলেন পাঁচ শতাধিক চিকিৎসক।
আরও পড়ুন-