Published : 11 Oct 2024, 10:59 PM
দেশের সব বিভাগেই আগামী দুয়েকদিনে বিচ্ছিন্নভাবে অল্প বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর; ভারি বৃষ্টির সম্ভাবনা না থাকায় এই সময়ে জামালপুরের জিঞ্জিরাম নদী সংলগ্ন নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতি উন্নতি হতে পারে।
আবহাওয়াবিদ হাফিজুর রহমান শুক্রবার বিকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দেশের প্রায় সব বিভাগেই বিচ্ছিন্নভাবে আগামী দুয়েকদিন এক-দুই পশলা বৃষ্টিপাত হতে পারে। ভারি বৃষ্টিপাতের কোনো আভাস নেই।”
শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে। দিন ও রাতের তাপমাত্রা থাকতে পারে অপরিবর্তিত।
গেল ২৪ ঘণ্টায় সিলেটে দেশের সর্বোচ্চ ২৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। অন্য বিভাগগুলোতে প্রায় বৃষ্টিহীন ছিল।
পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, শুক্রবার বিকালে দেশের একটি নদী ছাড়া সব নদ-নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। সার্বিকভাবে দেশে বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে।
জিঞ্জিরাম নদী জামালপুর জেলার গোয়ালকান্দা পয়েন্টে ৫ সেন্টিমিটার কমে শুক্রবার বিকাল ৩টায় বিপৎসীমার ৩৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। অন্য নদ-নদীর পানি বিপৎসীমার নিচ দিয়েই প্রবাহিত হচ্ছে।
কেন্দ্রের তথ্য বলছে, আগামী তিন দিন জামালপুর জেলার জিঞ্জিরাম নদী সংলগ্ন নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে। বন্যাকবলিত ময়মনসিংহ বিভাগের সোমেশ্বরী, ভুগাই-কংস ও জিঞ্জিরাম নদীর পানিও কমছে।
আবহাওয়া অধিদপ্তরের বরাতে পানি উন্নয়ন বোর্ডের বন্যা তথ্য কেন্দ্র বলছে, বৃষ্টিপাতের প্রবণতা কম থাকায় এই সময়ে অববাহিকাভুক্ত নেত্রকোণা ও ময়মনসিংহ জেলায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। দেশের অন্য কোথাও আগামী তিন থেকে পাঁচ দিন পর্যন্ত বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ারও ঝুঁকি নেই।