Published : 09 May 2025, 09:08 PM
বাংলাদেশের সঙ্গে সবুজ জ্বালানিতে অংশীদারত্ব তুলে ধরতে হিপ-হপ শিল্পী ক্রিটিক্যাল মাহমুদের সঙ্গে ‘আই হ্যাভ গট দ্য পাওয়ার’ নামে ক্যাম্পেইন শুরু করেছে ইউরোপীয় ইউনিয়ন।
শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইউরোপীয় ইউনিয়নের ঢাকা মিশন বলেছে, নবায়নযোগ্য জ্বালানির ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়নের সহায়তায় চলা উদ্যোগগুলো বাংলাদেশের ব্যক্তি ও কমিউনিটির যে প্রভাব রাখছে, তা তুলে ধরতে এ ক্যাম্পেইন আয়োজন। এটি সবুজ টেকসই ভবিষ্যতের ক্ষেত্রে উভয়ের শক্তিশালী অংশীদারিত্ব তুলে ধরছে।
‘আই হ্যাভ গট দ্য পাওয়ার’ শিরোনামে ক্রিটিক্যাল মাহমুদের গানটিতে মানুষের জীবনের উন্নতিতে ক্লিন এনার্জির সম্ভাবনা ও অভিযোজনকে উৎসাহিত করার বিষয় তুলে ধরা হয়েছে।
ক্রিটিক্যাল মাহমুদকে উদ্ধৃত করে বিজ্ঞপ্তিতে বলা হয়, শিল্পী হিসেবে তিনি ব্যক্তি-মানুষের জন্য প্রভাব রাখার মত ইতিবাচক পরিবর্তনকে সমর্থন দিতে আগ্রহী। বাংলাদেশের ভবিষ্যৎ অগ্রগতির জন্য নবায়নযোগ্য জ্বালানি খুব গুরুত্বপূর্ণ। পরিবর্তনকে উৎসাহিত করা ও ইউরোপীয় ইউনিয়নের বৃহৎ লক্ষ্যে অবদান রাখার ক্ষেত্রে কণ্ঠ দিতে পেরে তিনি গর্বিত।
ইউরোপীয় ইউনিয়নের গ্লোবাল গেটওয়ে ইনিশিয়েটিভের অধীনে চলছে এ ক্যাম্পেইন। এ উদ্যোগের অধীনে রয়েছে নবায়নযোগ্য জ্বালানির মত প্রকল্প, যার মাধ্যমে প্রায় ৭৫০ মেগাওয়াটের জ্বালানির সক্ষমতা তৈরি করা হবে।
নবায়নযোগ্য জ্বালানিতে সম্পৃক্ততার কথা তুলে ধরে ঢাকায় ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেন, “বাংলাদেশের ব্যক্তি ও সমাজের জন্য টেকসই ভবিষ্যৎ নির্মাণে আমরা কীভাবে কাজ করতে পারি, এই ক্যাম্পেইন সেই চিন্তার সুযোগ করে দিক”