Published : 02 Mar 2024, 02:27 PM
রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি কটেজে অগ্নিকাণ্ডে প্রাণহানির মত ঘটনার পুনরাবৃত্তি রোধে ব্যবস্থা নেওয়া উচিত বলে মনে করেন স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন।
তিনি বলেছেন, “এতগুলো মানুষের প্রাণ চলে গেল। এটা তো আমার বিষয় না। আমার মনে হয় গণপুর্ত ও রাজউককে আরো সজাগ হওয়া উচিত। সাধারণ একটা ভুলের জন্য ৪৫টা (মোট ৪৬ মৃত্যু) প্রাণ চলে গেল।”
ঢাকার একটি হোটেলে শনিবার বাংলাদেশ মেডিসিন সোসাইটির ‘২৩তম আন্তর্জাতিক সায়েন্টিফিক সেমিনারে’ অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নে কথা বলছিলেন স্বাস্থ্যমন্ত্রী।
গ্রিন কোজি কটেজে আগুনে হতাহতের ঘটনার চেয়ে মর্মান্তিক আর কিছু হতে পারে না জানিয়ে মন্ত্রী বলেন, “আমি মনে করি এসবের বিরুদ্ধে অভিযান চলা উচিত।”
বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে গ্রিন কোজি কটেজ নামের ভবনটিতে আগুন লেগে ৪৬ জনের মৃত্যু হয়। এর মধ্যে ৪৩ জনের লাশ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করেছে কর্তৃপক্ষ।
অবৈধ ক্লিনিক হাসপাতালের বিরুদ্ধে অভিযানের প্রশ্নে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “অভিযান চলবে, বন্ধ হবে না। অতীতে কী হয়েছে, তা নিয়ে কথা বলে লাভ নাই। আমার বক্তব্য খুব স্পষ্ট, আমি বাংলাদেশের সব হাসপাতাল বন্ধ করে দেওয়ার পক্ষে না।
“সরকারির পাশাপাশি বেসরকারি হাসপাতাল অবশ্যই থাকবে। কিন্তু সেই হাসপাতালগুলো নিয়ম মেনে, ক্রাইটেরিয়া মেনে যদি চলে তাহলে কোনো আপত্তি নাই। নিয়ম মেনে চলতে হবে।”