Published : 09 May 2025, 05:27 PM
যুবদল নেতা শামীম হত্যা মামলায় চার দিনের রিমান্ড শেষে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সাবেক সংসদ সদস্য জাফর আলমকে কারাগারে পাঠানো হয়েছে।
শুক্রবার শুনানি শেষে এ আদেশ দেন ঢাকার মহানগর হাকিম মোস্তাফিজুর রহমান।
চার দিনের রিমান্ড শেষে এদিন আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করা হয়।
তারপক্ষে আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখী ও সাইদুল ইসলাম সাইদ জামিন চেয়ে আবেদন করেন। আদালত এ আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এরপর জাফর আলমকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের হাজতখানায় নিয়ে যাওয়া হয়। নেওয়ার পথে তিনি আইনজীবীর উদ্দেশ্যে বলেন, “আসামি না হয়েও জেল খাটছি।”
জানতে চাইলে আইনজীবী সাইদুল ইসলাম সাইদ বলেন, “তিনি আমাদের বলেছেন, এ মামলায় তিনি সম্পৃক্ত নন। ঘটনাস্থলে ছিলেন না। ঘটনা ২০২৩ সালের আর তাকে গ্রেপ্তার দেখিয়েছে ২০২৫ সালে। তিন বছরের একটা গ্যাপ।
“তিনি কক্সবাজারের এমপি আর ঘটনাস্থল হলো ঢাকার পল্টন। সে সময় তিনি মতিঝিল ছিলেন না। তিনি ছিলেন কক্সবাজারে...ক্ষুব্ধ হয়ে তিনি এ কথা বলেছেন।”
গত ২৭ এপ্রিল ঢাকার ধানমন্ডি এলাকা থেকে জাফর আলমকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এরপর গত ৫ মে তার চার দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।
মামলার বিবরণ অনুযায়ী, ২০২৩ সালের ২৮ অক্টোবর বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী ঢাকায় মহাসমাবেশ ডাকা হয়। মহাসমাবেশকে পণ্ড করার জন্য একই দিনে আওয়ামী লীগ পাল্টা সমাবেশ ডাকে।
বিএনপি নেতাকর্মীদের হত্যা ও গুম করার উদ্দেশ্যে পুলিশের সহায়তায় মহাসমাবেশে হামলা চালানো হলে যুবদল নেতা শামীম নিহত হন।
এ ঘটনায় ২০২৪ সালের ২৪ সেপ্টেম্বর রাজধানীর পল্টন থানায় মামলা করা হয়।