Published : 20 Aug 2023, 08:40 PM
বাংলাদেশের বিচার ব্যবস্থা তৃণমূল থেকে শক্তিশালী করার জন্য 'বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ' প্রকল্পের তৃতীয় পর্যায় বাস্তবায়নে বাংলাদেশ সরকারকে প্রায় ৩ কোটি ১৪ লাখ ডলারের অনুদান সহায়তা দিচ্ছে জাতিসংঘ উন্নয়ন তহবিল-ইউএনডিপি।
বর্তমান বিনিময় হার অনুযায়ী বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৩৪৩ কোটি ৫৭ লাখ টাকা।
রোববার অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সম্মেলন কক্ষে এ বিষয়ে সরকার ও ইউএনডিপির মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ইআরডি সচিব শরীফা খান এবং ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার এ চুক্তিতে সই করেন।
এক বিজ্ঞপ্তিতে ইআরডি জানায়, সুবিধাবঞ্চিত ও প্রান্তিক শ্রেণির মানুষের জন্য সুবিচার প্রাপ্তি এবং মানবাধিকার নিশ্চিত করা স্থানীয় সরকার পরিচালিত এ প্রকল্পের উদ্দেশ্য।
প্রকল্পটির এই পর্যায়ে মোট ব্যয় ধরা হয়েছে প্রায় ৫ কোটি ১৭ হাজার ডলার। এর মধ্যে সরকারের সরকারের নিজস্ব তহবিল থেকে যোগান দেওয়া হবে প্রায় ১ কোটি ৮৬ লাখ ৪০ হাজার ডলার। ইউরোপীয় ইউনিয়ন যোগান দেবে ২ কোটি ৮৩ হাজার ৭৭ হাজার ডলার এবং ইউএনডিপি দিবে ৩০ লাখ ডলার।
ইআরডি জানায়, প্রকল্পটির তৃতীয় পর্যায়ে ১ হাজার ৪১৬টি ইউনিয়ন পরিষদ অন্তুর্ভুক্ত করে দেশে মোট ৩ হাজার ৪১টি ইউনিয়ন পরিষদে এই সেবা দেওয়া হবে।
এদিকে অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গঠনের জন্য ‘ইনক্লুসিভ বাংলাদেশ’ (২য় পর্যায়) শীর্ষক আরেকটি প্রকল্প বাস্তবায়নের জন্য ৭ লাখ ৫১ হাজার ডলার অনুদানের আরেক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
আইসিটি বিভাগের অধীনে চলমান এ প্রকল্পের আওতায় তথ্য প্রযুক্তি খাতে যুবকদের সম্পৃক্ততার মাধ্যমে সমাজে শান্তি, সহনশীলতা এবং অন্তর্ভুক্তিমূলক তথ্য প্রচার করা হবে।
প্রকল্পটির জন্য ইউএনডিপি দেবে ৩ লাখ ২৬ হাজার ডলার এবং নরওয়ে যোগান দেবে ৪ লাখ ২৪ হাজার ডলার। এ প্রকল্পে বাংলাদেশ সরকার ৬ হাজার ৪৫৩ ডলার ম্যাচিং ফান্ডের যোগান দিবে।
ইআরডি, ইউরোপীয় ইউনিয়ন, ঢাকায় নরওয়ে দূতাবাস এবং ইউএনডিপির প্রতিনিধিরা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।