Published : 17 Aug 2024, 12:25 AM
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে মন্তব্য করে তোপের মুখে পড়া উপদেষ্টা সাখাওয়াত হোসেনকে স্বরাষ্ট্র থেকে সরিয়ে দেওয়ার পাশাপাশি নতুন উপদেষ্টাদের বিভিন্ন দায়িত্ব দিয়েছেন মুহাম্মদ ইউনূস; যেখানে উপদেষ্টা পরিষদের সদস্যদের দায়িত্বে বড় পরিবর্তন এসেছে।
দায়িত্ব পুনর্বন্টনের পাশাপাশি অনেক উপদেষ্টাকে একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে; যার মধ্যে সাখাওয়াতের বদলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে সদ্য শপথ নেওয়া নতুন উপদেষ্টা সাবেক সেনা কর্মকর্তা জাহাঙ্গীর আলমকে।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম রদবদলের এসব তথ্য নিশ্চিত করেছেন।
সদ্য শপথ নেওয়া নতুন উপদেষ্টা ফাওজুল কবির খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ”দপ্তর বণ্টনের বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে ইতোমধ্যে প্রচার হয়েছে। আমাকে বিদ্যুৎ, জ্বালানি ও সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।”
চার নতুন উপদেষ্টার শপথের পর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন ২১ সদস্যের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের দায়িত্বে এদিন উল্লেখযোগ্য বড় এ রদবদল হল। এর মধ্য দিয়ে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের ভার কিছুটা কমল।
সাধারণত উপদেষ্টা নিয়োগসহ দায়িত্ব বন্টনের বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন আকারে ওয়েবসাইটে +প্রকাশ করা হয়। তবে শুক্রবার ছুটির দিনের মধ্যরাত পর্যন্ত তা করা হয়নি।
গণ আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর গঠিত অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার ৯ দিনের মাথায় শুক্রবার রাতে দায়িত্ব পুর্নবন্টন করার তথ্য জানান প্রেস সচিব শফিকুল।
দায়িত্ব পুর্নবণ্টনের মধ্যে আগে স্বরাষ্ট্রের দায়িত্বে থাকা সাবেক সেনা কর্মকর্তা সাখাওয়াত হোসেনকে সেখান থেকে সরিয়ে পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
শুক্রবার শপথ নেওয়া নতুন উপদেষ্টা সাবেক সেনা কর্মকর্তা জাহাঙ্গীর আলমকে দেওয়া হয়েছে স্বরাষ্ট্রের দায়িত্ব। পাশাপাশি কৃষি মন্ত্রণালয়ের দেখভালও করবেন তিনি।
আরও কয়েকটি মন্ত্রণালয়ের দায়িত্বেও এদিন পরিবর্তন আনেন প্রধান উপদেষ্টা। নতুন উপদেষ্টাদেরও দায়িত্ব ভাগ করে দেওয়া হয়।
তবে আট উপদেষ্টার দায়িত্ব আগের মতই রয়েছে। আর প্রধান উপদেষ্টার হাতে থাকা ২৪ মন্ত্রণালয়ের দায়িত্ব কমে এখন ১৩টি হয়েছে।
বিকালে বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে শপথ নেওয়া নতুন উপদেষ্টাদের মধ্যে অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদ দায়িত্ব পেয়েছেন পরিকল্পনা ও শিক্ষা মন্ত্রণালয়ের।
উপদেষ্টা পরিষদের প্রথম দায়িত্ব বন্টনের সময় পরিকল্পনা মন্ত্রণালয় ছিল সাবেক গভর্নর সালেহ উদ্দিন আহমেদের কাছে। এখন অর্থ মন্ত্রণালয়ের পাশাপাশি তিনি সামলাবেন বাণিজ্য মন্ত্রণালয়ও।
সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদারকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের দায়িত্ব দিয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
সচিব হিসেবে ২০০৭ সালে বিদ্যুৎ বিভাগে কাজ করা মুহাম্মদ ফাওজুল কবির খান পেয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। সঙ্গে তার দায়িত্ব থাকবে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্ব।
মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ৯ দিনের মাথায় তার উপদেষ্টা পরিষদে নতুন এই চার সদস্য যোগ দেন।
নতুন চারজনকে নিয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য সংখ্যা ২১ জন হল।
তাদের দায়িত্ব দেওয়ার পাশাপাশি আগের ১৬ উপদেষ্টার মধ্যে আটজনের দায়িত্ব বাড়ানো হয়েছে।
শেখ হাসিনার সরকার পতনে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম বর্তমান টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের পাশাপাশি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন।
আন্দোলনের আরেক সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পাশাপাশি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়েরও উপদেষ্টার দায়িত্ব পালন করবেন।
প্রবল গণ আন্দোলনের মুখে ৫ অগাস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ৮ অগাস্ট নোবেলবিজয়ী মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের যাত্রা শুরু হয়।
সেদিন ১৭ জনের মধ্যে প্রধান উপদেষ্টাসহ ১৪ জন শপথ নেন। পরে দুই দফায় বাকি তিনজনকে শপথ পড়ান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
এরপর ৯ অগাস্ট ১৩ উপদেষ্টার দপ্তর বণ্টন করা হয়। শপথ নেওয়ার পর বাকি তিন উপদেষ্টাও দপ্তর পান।
সরকার গঠনের নয় দিনের মাথায় উপদেষ্টা পরিষদের আকার বাড়ালেন প্রধান উপদেষ্টা।
রদবদল যেগুলোতে
দায়িত্ব পুনর্বন্টনের পর ১০টি মন্ত্রণালয়ের দায়িত্ব রয়েছে প্রধান উপদেষ্টার হাতে। পরিষদের বাকি ২০ উপদেষ্টার কাছে ৩০টি মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে।
• মুহাম্মদ ইউনূস: মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, খাদ্য মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, নৌ পরিবহন মন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়।
• সাখাওয়াত হোসেন: স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা করা হয়েছে।
• সালেহ উদ্দিন আহমেদ: অর্থ ও বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। আগে তিনি অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন।
• অধ্যাপক আসিফ নজরুল: আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের পাশাপাশি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন।
• আদিলুর রহমান খান: শিল্প মন্ত্রণালয়ের সঙ্গে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়েরও উপদেষ্টা করা হয়েছে।
• সৈয়দা রিজওয়ানা হাসান: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সঙ্গে পানিসম্পদ মন্ত্রণালয়েরও দায়িত্ব পেয়েছেন।
• মো. নাহিদ ইসলাম: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বের পাশাপাশি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দেখভাল করবেন।
• আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া: যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পাশাপাশি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়েরও উপদেষ্টার দায়িত্ব পালন করবেন।
• ফারুক-ই-আজম: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন।
অপরিবর্তিত রয়েছে যেসব উপদেষ্টার দায়িত্ব
• আ ফ ম খালিদ হোসেন: ধর্ম মন্ত্রণালয়
• ফরিদা আখতার: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়
• নুরজাহান বেগম: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়
• সুপ্রদীপ চাকমা: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়
• বিধান রঞ্জন রায় পোদ্দার: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়
• শারমিন এস মুরশিদ: সমাজ কল্যাণ মন্ত্রণালয়
• এ এফ হাসান আরিফ: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়
• তৌহিদ হোসেন: পররাষ্ট্র মন্ত্রণালয়