Published : 29 Jun 2025, 09:04 PM
এইচএসসি ও সমমান পরীক্ষার দ্বিতীয় দিনে ‘অসদুপায় অবলম্বন বা সহযোগিতার’ অভিযোগে ৪২ জন পরীক্ষার্থী ও পরিদর্শককে বহিষ্কার করা হয়েছে; অনুপস্থিত ছিলেন ২২ হাজার ৩৯১ জন পরীক্ষার্থী।
এদিন এইচএসসিতে বাংলা দ্বিতীয় পত্র, আলিমে আরবি প্রথম পত্র এবং এইচএসসি ভোকেশনাল, বিএমটি ও ডিপ্লোমা ইন কমার্সে ইংরেজি-২ বিষয়ের পরীক্ষা হয়।পরীক্ষা শেষে বিকালে বহিষ্কার অনুপস্থিতির তথ্য জানায় আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় বহিষ্কার ২৪
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির তথ্য অনুযায়ী, নয়টি সাধারণ ধারার শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসির বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় অনুষ্ঠিত হয়েছে ১ হাজার ৬০৮টি কেন্দ্রে।
এর মধ্যে ১ হাজার ৬০০টি কেন্দ্রের তথ্য তুলে ধরে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানায়, বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় ২৩ জন পরীক্ষার্থী ও ১ জন পরিদর্শক বহিষ্কৃত হয়েছেন।
বহিষ্কৃতদের মধ্যে ঢাকা বোর্ডের ৮ জন, রাজশাহী বোর্ডের ৩ জন, কুমিল্লা বোর্ডের ২ জন, যশোর বোর্ডে ১ জন, বরিশাল বোর্ডের ২ জন, দিনাজপুর বোর্ডে ২ এবং ময়মনসিংহ বোর্ডের ৩ জন পরীক্ষার্থী ও ১ জন পরিদর্শক রয়েছেন।
নয়টি সাধারণ বোর্ডের এইচএসসির বাংলা প্রথমপত্র পরীক্ষায় ওই ১ হাজার ৬০০টি কেন্দ্রে ৯ লাখ ৩৩ হাজার ৫৩৯ জন পরীক্ষার্থীর অংশ নেওয়ার কথা ছিল। অংশ নেন ৯ লাখ ১৭ হাজার ৬৬১ জন। অনুপস্থিত ছিলেন ১৫ হাজার ৮৯৮ জন।
ঢাকা বোর্ডের ২৯৫টি কেন্দ্রে ৩ হাজার ৬৫৫ জন, রাজশাহী বোর্ডের ২০৭টি কেন্দ্রে ২ হাজার ৭৩ জন, কুমিল্লা বোর্ডের ১৯২টি কেন্দ্রে ২ হাজার ৬৮২ জন, যশোর বোর্ডের ২৪০টি কেন্দ্রে ১ হাজার ৭৮৯ জন, চট্টগ্রাম বোর্ডের ১১৫ টি কেন্দ্রে ১ হাজার ২৩৫ জন, সিলেট বোর্ডের ৮৮টি কেন্দ্রে ৮৯৫ জন, বরিশাল বোর্ডের ১৪৪টি কেন্দ্রে ১ হাজার ১২২ জন, দিনাজপুর বোর্ডের ২১৩টি কেন্দ্রে ১ হাজার ৪৬৭জন এবং ময়মনসিংহ বোর্ডের ১০৬টি কেন্দ্রে ৯৮০ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।
আলিম পরীক্ষায় বহিষ্কার ১০
মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিমের আরবি প্রথম পত্র ও আরবি সাহিত্য পরীক্ষায় ১০ জন পরীক্ষার্থী বহিষ্কৃত হওয়ার খবর দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
কমিটির তথ্য বলছে, আলিমের ৪৫৯টি কেন্দ্রে ৮৩ হাজার ৮৮৩ জন পরীক্ষার্থী কুরআন মাজিদ পরীক্ষায় অংশ নেওয়ার কথা থাকলেও অংশ নেন ৭৯ হাজার ২৯২ জন। ৪ হাজার ৪৪১জন অনুপস্থিত ছিলেন। বহিষ্কৃত হয়েছেন ১০ জন।
ভোকেশনাল-বিএমটি-ডিপ্লোমা ইন কমার্সের বহিষ্কার ৮
এইচএসসি ভোকেশনাল, বিএমটি ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষার দ্বিতীয় দিনে ইংরেজি-২ বিষয়ের পরীক্ষায় ৮ জন পরীক্ষার্থী বহিষ্কার ও ২ হাজার ২ জন অনুপস্থিত থাকার তথ্য দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ৭৩৩টি কেন্দ্রে এদিন ইংরেজি-২ বিষয়ের পরীক্ষা হয়।
কমিটি জানিয়েছে, এসব কেন্দ্রে ১ লাখ ২ হাজার ৯৪৪ জন পরীক্ষার্থীর পরীক্ষা দেওয়ার কথা থাকলেও পরীক্ষায় বসেছেন ১ লাখ ৯৪২ জন।
দেশের ১১টি শিক্ষা বোর্ডের ১২ লাখ ৫১ হাজার ১১১ শিক্ষার্থী চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় বসছেন। চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় গতবারের চেয়ে ৮১ হাজার ৮৮২ জন শিক্ষার্থী কমেছে।
২০২৩ সালের সংক্ষিপ্ত বা পুনর্বিন্যাসকৃত সিলেবাসে ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা হচ্ছে। সব বিষয়ে পূর্ণ নম্বরে ও পূর্ণ সময়ে এ পরীক্ষা আয়োজন করা হবে বলে আগেই জানিয়েছিল শিক্ষা বোর্ডগুলো।