Published : 07 Jun 2025, 08:54 PM
ঈদুল আজহা উপলক্ষে বঙ্গভবনে শুভেচ্ছা বিনিময় করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
শনিবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বঙ্গভবনের দরবার হলে আমন্ত্রিত অতিথিদের সঙ্গে রাষ্ট্রপতির শুভেচ্ছা বিনিময় করেন।
অনুষ্ঠানে কিছু সময়ের জন্য রাষ্ট্রপতির সহধর্মিনী রেবেকা সুলতানাও উপস্থিত ছিলেন বলে জানিয়েছেন বঙ্গভবনে যাওয়া কয়েকজন নেতা।
তারা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন, নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ সরকারের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা অনুষ্ঠানে ছিলেন।
সেনা বাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ-জামান ও নৌ বাহিনী প্রধান এডমিরাল মোহাম্মদ নাজমুল হাসানকে সস্ত্রীক বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে দেখা গেছে।
ভারতের হাইকমিশনার, জাপান, কুয়েত, সৌদি আরবের রাষ্ট্রদূতসহ বিভিন্ন দেশের কুটনীতিকরাও ছিলেন।
রাজনৈতিক দলের নেতাদের মধ্যে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান খান, বাংলাদেশ কংগ্রেসের চেয়ারম্যান কাজী রেজাউল হোসেন, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির সভাপতি সুকৃতি কুমার মণ্ডল, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-এনডিপির চেয়ারম্যান আবু তাহেরও ছিলেন রাষ্ট্রপতির শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে।
লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বঙ্গভবন থেকে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছিল। এই রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিয়েছি। কুটনীতিক, রাজনীতিবিদ, পেশাজীবীসহ অনেকের সাথে ঈদের কুশল বিনিময় করেছি।”
বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির সভাপতি সুকৃতি কুমার মণ্ডল বলেন, “বেলা-১১-১২টা পর্যন্ত এই শুভেচ্ছা বিনিময়ের সময় ছিল। আমরা রাজনৈতিক দলের নেতারা ছাড়াও স্বরাষ্ট্র উপদেষ্টা, কুটনীতিক, সিইসিসহ সরকারের ঊধর্তন কর্মকর্তারা রাষ্ট্রপতির সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন।”
এই দুই নেতা বলেছেন, রাষ্ট্রপতি বঙ্গভবনে ঈদের নামাজ আদায় করেছেন।
ঈদুল ফিতরের দিনেও বঙ্গভবনে রাষ্ট্রপতি রাজনৈতিক দলেন নেতা, কূটনীতিক, সরকারের উর্ধ্বতন কর্মকর্তাদের শুভেচ্ছা বিনিময় করেছেন।