Published : 21 Jun 2025, 07:59 PM
গণঅধিকার পরিষদের কর্মী বদরুল ইসলাম সায়মনকে হত্যাচেষ্টার মামলায় সাবেক গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন ও পিপলস পার্টির (বিপিপি) চেয়ারম্যান বাবুল সরদার চাখারীকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।
তিন দিনের রিমান্ড শেষে শনিবার তাদের আদালতে হাজির করে কারাগারে নেওয়ার আবেদন করেন তদন্ত কর্মকর্তা পল্টন থানার এসআই বিমান তরফদার। শুনানি নিয়ে পরে ঢাকার মহানগর হাকিম মো. জুয়েল রানা আদেশ দেন।
পল্টন মডেল থানার আদালতের প্রসিকিউশন বিভাগের এসআই রুকনুজ্জামান এ তথ্য দেন।
এর আগে বুধবার মোশাররফ হোসেন ও বাবুল সরদার চাখারীকে তিন দিনের রিমান্ডে পায় পুলিশ। তাদের বিরুদ্ধে এ মামলার অভিযোগে বলা হয়, ২০২৩ সালের ২৮ অক্টোবর গুম, খুন, নিপীড়ন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচনের দাবিতে সমাবেশ আয়োজন করা হয়। বিএনপি ও গণ অধিকার পরিষদসহ অন্যান্য সমমনা রাজনৈতিক দল ওই মহাসমাবেশের ডাক দেয়। গণ অধিকার পরিষদের কর্মী বদরুল ইসলাম সায়মনও সেদিন সমাবেশে অংশ নেন। শান্তিপূর্ণ সমাবেশে আসামিরা ‘অতর্কিত হামলা করে’। সে সময় আসামিদের ছোড়া এলোপাতাড়ি গুলিতে সায়মন আহত হন।
পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। দীর্ঘদিন তাকে চিকিৎসা নিতে হয়। এ ঘটনায় গত ২৯ এপ্রিল রাজধানীর পল্টন মডেল থানা হত্যাচেষ্টা মামলা করেন সায়মন, যেখানে শেখ হাসিনাসহ ২৪৫ জনকে আসামি করা হয়।
আওয়ামী লীগ সরকার পতনের ২০২৪ বছরের ২৭ অক্টোবর ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার করা হয় সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে। সে বছরের ১৮ নভেম্বর বাবুল চাখারীকে ‘বাসা থেকে ডেকে নেওয়ার পর’ গ্রেপ্তার দেখানো হয় বলে জানান তার স্ত্রী বিপিপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাজমা আক্তার।
আরও পড়ুন-
আনিস, মোশাররফ, চাখারী নতুন মামলায় রিমান্ডে
সাবেক পূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ গ্রেপ্তার
সাবেক পূর্তমন্ত্রী মোশাররফ আরো ৯ মামলায় গ্রেপ্তার
আমি কীভাবে স্বৈরাচার হলাম? প্রশ্ন পিপলস পার্টি চেয়ারম্যানের