Published : 30 Jun 2024, 01:25 AM
তাকে ‘হত্যার চেষ্টা’ করা হচ্ছে, পুলিশের থেকে এমন তথ্য পেয়ে রাজধানীর শেরেবাংলা নগর থানায় সাধারণ ডায়েরি করেছেন সংসদ সদস্য সৈয়দ সায়েদুল হক সুমন।
শনিবার সন্ধ্যার পর নিরাপত্তা শঙ্কায় এ জিডি করার পর ব্যারিস্টার সুমন হিসেবে পরিচিত স্বতন্ত্র এই সংসদ সদস্য নিজের ভেরিফায়েড ফেইসবুকে এ তথ্য লিখেছেন।
শেরেবাংলা নগর থানার পরিদর্শক (তদন্ত) সজীব দে বলেন, শনিবার সন্ধ্যার পর থানায় জিডি করেন সংসদ সদস্য ব্যারিস্টার সুমন। তার আবাসিক এলাকা এ থানার অধীনে হওয়ায় তিনি এখানে জিডি করেন। পুলিশ এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।
চুনারুঘাট-মাধবপুর নিয়ে গঠিত হবিগঞ্জ-৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার সুমন জিডিতে লিখেছেন, গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে তার হোয়াটসঅ্যাপে চুনারুঘাট থানার ওসি ফোন করে তাকে হত্যা করতে চার-পাঁচজনের একটি দল মাঠে নেমেছে বলে জানান। রাতের বেলা তাকে বাইরে না যেতে ও সাবধানে ঘোরাফেরা করার পরামর্শ দেন ওসি।
সংসদ সদস্য লেখেন, ওই দলের সদস্যদের নাম জানতে চাইলেও ওসি তা জানাননি। এরপর থেকেই তিনি নিরাপত্তা শঙ্কায় ভুগছেন।
’ভয়টা মৃত্যুর নয়, ভয়টা আমার এলাকার মানুষের জন্য! কি হবে যদি বেঁচে না থাকি,’ এমন ক্যাপশন দিয়ে তিনি জিডির ছবিও পোস্ট করেন।
এ বিষয়ে জানতে ফোন করা হলেও ব্যারিস্টার সুমন সাড়া দেননি।
সোশাল মিডিয়ায় বিভিন্ন জনকল্যাণমূলক বিষয়ে পোস্ট ও লাইভ করে আলোচনায় আসা এই আইনজীবী পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদের ‘অবৈধ সম্পদ’ অনুসন্ধান করার দাবিতে দুর্নীতি দমন কমিশনে (দুদক) গত এপ্রিল আবেদন করে আবার আলোচনায় আসেন।
এর আগে আওয়ামী লীগের সংসদ সদস্য ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহসভাপতি সালাম মুর্শেদীর দখলে থাকা গুলশান-২ এর বাড়িটি পরিত্যক্ত সম্পত্তি বলে অভিযোগ করে তদন্তের নির্দেশনা চেয়ে রিট আবেদন করেন আইনজীবী সুমন।
আরও পড়ুন:
এমপি ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে চেয়ারম্যান প্রার্থীর পক্ষে