Published : 06 Jun 2025, 09:01 PM
সড়ক, রেল ও আকাশপথের টিকেট যেন এক জায়গা থেকেই কাটা যায়, সেজন্য সরকার ‘কেন্দ্রীয় অনলাইন প্ল্যাটফর্ম’ করতে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
অনিয়ম ও ভোগান্তি কমাতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে শুক্রবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে বলেন তিনি।
ইউনূস বলেন, “শুধু ঈদের সময় নয়, আগামী দিনে কখনোই বাস, রেল ও বিমানযাত্রায় কোনো অনিয়ম যেন না হয়, সেজন্য সরকার একটি কেন্দ্রীয় অনলাইন টিকেটিং প্ল্যাটফর্ম করতে যাচ্ছে।
“এই প্ল্যাটফর্ম থেকেই যাত্রীরা খুব সহজেই বাস, ট্রেন ও ফ্লাইটের টিকেট ক্রয় করতে পারবেন।”
প্রধান উপদেষ্টা বলেন, “একই রকমভাবে সব ধরনের সরকারি সেবা যেন জনগণের দোরগোড়ায় পৌঁছে যায়, সেজন্য ‘নাগরিক সেবা বাংলাদেশ’ নামে একটি সেন্টার পরিচালিত হচ্ছে। দেশের সর্বত্র- শহরে, হাট-বাজারে তরুণ-তরুণীদের মাধ্যমে বেসরকারি ব্যবস্থাপনায় সার্ভিস সেন্টার স্থাপনের কাজ শুরু করেছি। এটি ঢাকা শহরে কয়েকটি সেবাকেন্দ্রের মাধ্যমে শুরু হয়েছে।
“প্রশিক্ষণপ্রাপ্ত তরুণ উদ্যোক্তারা নাগরিক সেবা কেন্দ্র থেকে সাধারণ নাগরিকদের এনআইডি, পাসপোর্ট, লাইসেন্স, জিডি করা, কর ফাইলিংসহ বিভিন্ন সরকারি ডিজিটাল সেবা দেবেন। এর ফলে দালাল চক্রের খপ্পর থেকে মুক্তি পাওয়া যাবে, নানা রকম হয়রানি ও ভোগান্তি কমবে বলে আমরা আশাবাদী। এই প্রজেক্ট শূন্য বাজেটে আমরা বাস্তবায়ন শুরু করেছি। দেশের বিদ্যমান অব্যবহৃত সম্পদ ব্যবহার করেই সামনে এগিয়ে চলা সম্ভব- এটাই আমরা বাস্তবে করে দেখার চেষ্টা করছি।”
প্রধান উপদেষ্টা বলেন, “আমাদের চেষ্টা হচ্ছে প্রতিটি মন্ত্রণালয় থেকে যতগুলো সেবা এর আওতায় আনা যায়, সবগুলোকে নিয়ে আসা। আমরা চেষ্টা করছি যেন শিশু জন্মগ্রহণ করা মাত্রই জন্মসনদ পেয়ে যায়। ওটাই হবে তার নাগরিক স্বীকৃতি এবং রাষ্ট্র কর্তৃক তার দায়িত্ব গ্রহণের অঙ্গীকার।
“বিদেশ সফরে গেলে সেখানকার প্রবাসী বাংলাদেশিরা প্রায়ই সরকারি সেবা পেতে নানা দুর্ভোগের কথা জানান। প্রবাসীদের জন্যও বিদেশে তাদের নিজ নিজ শহরে আমরা বেসরকারি উদ্যোগে পরিচালিত নাগরিক সেবাকেন্দ্র স্থাপনের উদ্যোগ নিচ্ছি। সেখান থেকেই তারা পাসপোর্ট নবায়ন, জাতীয় পরিচয়পত্র ইত্যাদি সংগ্রহ করতে পারবেন।”
নিত্যপণ্যের বাজার নিয়ে মুহাম্মদ ইউনূস বলেন, “ঈদ-উল-ফিতরের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দীর্ঘমেয়াদে বাজারের জিনিসপত্রের দাম স্থিতিশীল রাখতে আমরা তৎপর হয়েছি। এবার কোরবানির ঈদেও কোনো জিনিসের দাম যেন আকস্মিকভাবে বেড়ে না যায়, সেদিকে আমরা সর্বোচ্চ নজর দিয়েছি।
“ফলে এবার আলু, পেঁয়াজ, ডিম, চিনি, শাকসবজি-তরিতরকারি ও মসলাসহ অধিকাংশ পণ্যের দাম গত বছরের তুলনায় কমেছে। আমরা সার্বিক বাজার ব্যবস্থাকে দুর্বৃত্তদের চক্র থেকে বের করে এনে একটা প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরি করতে পেরেছি। জনগণকে ন্যায্যমূল্যে নিত্যপ্রয়োজনীয় জিনিস পৌঁছে দিতে সরকারের সবরকমের চেষ্টা অব্যাহত আছে।”
ঈদযাত্রা প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন, “এই কোরবানির ঈদেও দেশবাসী যেন নির্বিঘ্নে নিজেদের দেশের বাড়িতে যাতায়াত করতে পারেন, সেজন্য সরকার সর্বোচ্চ ব্যবস্থা নিয়েছে।
“আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মানুষের জান-মালের নিরাপত্তায় সজাগ রয়েছেন, ঈদের ছুটির মধ্যেও বিপুল সংখ্যক কর্মকর্তা-কর্মচারী এবং পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা অক্লান্ত পরিশ্রম করছেন। আমি আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি।”