Published : 29 May 2025, 03:49 PM
জাতীয় প্রেস ক্লাবে ‘রূপসী বাংলা’ শিরোনামে আলোকচিত্র প্রদর্শনী চলছে।
ক্লাবের পশ্চিম গ্যালারিতে বুধবার শুরু হওয়া এ প্রদর্শনী আগামী মঙ্গলবার পর্যন্ত চলবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়, বাংলাদেশ ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশন আয়োজিত এ প্রদর্শনীতে ৯১টি আলোকচিত্র স্থান পেয়েছে। এসব নির্বাচিত হয়েছে সারাদেশ থেকে আসা প্রায় পাঁচশ আলোকচিত্র থেকে।
প্রদর্শনীর আগে অনুষ্ঠিত প্রতিযোগিতায় প্রথম হয়েছেন দৈনিক পূর্বদেশ পত্রিকার এম হায়দার আলী, দ্বিতীয় হয়েছেন দেশকাল নিউজের শামরুল হক রিপন এবং তৃতীয় হয়েছেন দৈনিক সমকালের মো. রাশেদ।