Published : 05 Apr 2025, 08:07 PM
ঈদুল ফিতর ঘিরে টানা নয় দিনের ছুটি শেষে রোববার থেকে খুলছে সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সেইসঙ্গে রোজার আগের ৯-৫টা সূচিতেও ফিরছে প্রতিষ্ঠানগুলো।
ইতোমধ্যে অনেকে পরিবার-পরিজন নিয়ে ঢাকায় ফিরেছেন। ছুটির শেষ দিন শনিবার কমলাপুর রেল স্টেশন ও সদরঘাট লঞ্চ টার্মিনালে দেখা যায় উপচে পড়া ভিড়। দূরপাল্লার বাসগুলোও যাত্রী নিয়ে ঢাকায় ফিরেছে।
চট্টগ্রাম থেকে শনিবার সকালে ঢাকায় ফেরেন সরকারি কর্মকর্তা আবিদুর রহমান। স্ত্রী ও সন্তানদের নিয়ে এবার গ্রামের বাড়িতে ঈদ উদযাপন করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে আবিদুর রহমান বলেন, “টানা ছুটি শেষ। এখন আবার কাজ শুরু করব কাল থেকে। ছেলেমেয়েদেরও স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় খুলবে কাল থেকেই।”
ঢাকার সড়কে রিকশা ও অটোরিকশা চালকরাও বলছেন, ছুটির কয়েক দিন আয়-রোজগারে মন্দা গেছে। যাত্রী সংকটে ছিলেন তারা। তবে অফিস চালুর আগের দিন শনিবার যাত্রীর সংখ্যা বেড়েছে।
এদিন ঢাকার অনেক বিপণিবিতান খোলেনি। মৌচাক মার্কেটের ক্ষুদ্র ব্যবসায়ী আরিফুল ইসলাম বলেন, “ছুটির রেশ এখনও কাটেনি। মার্কেটের দোকানপাট খুলতে আরও কয়েকদিন লাগবে।”
ঈদের ছুটিতে বন্ধ থাকা টিসিবির স্বল্পমূল্যে পণ্য বিক্রির কার্যক্রমও রোববার থেকে চালু হবে।
ঈদের আগে ২৭ মার্চ বৃহস্পতিবার ছিল শেষ কর্মদিবস। পরদিন শুক্রবার সাপ্তাহিক ছুটি দিয়ে শুরু হয় টানা নয় দিনের সরকারি ছুটি। এর মধ্যে ৩১ মার্চ সোমবার দেশে ঈদুল ফিতর উদযাপন হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী ৩১ মার্চ সাধারণ ছুটি। ঈদের আগের দিন ৩০ মার্চ ও ঈদের পরের দিন ১ ও ২ এপ্রিলও ছুটি ছিল। ৩ এপ্রিল ছুটি হয় নির্বাহী আদেশে। সবমিলিয়ে এবার ঈদের ছুটি হয় পাঁচ দিন। আর দুই দফায় শুক্র ও শনিবার মিলিয়ে আরও চার দিন ছুটি যোগ হয়। সব মিলিয়ে মোট নয় দিন ছুটি কাটানোর সুযোগ পান সরকারি-বেসরকারি চাকরিজীবীরা।