Published : 04 Jun 2025, 10:55 PM
পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে বিশ্ববিদ্যালয়ের জন্য যোগ্য উপাচার্য খুঁজে নেওয়া হবে বলে মন্তব্য করেছেন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার৷
তিনি বলেছেন, “আমি দায়িত্ব নেওয়ার পর দুটি বিশ্ববিদ্যালয়ে নিয়োগের প্রয়োজনে একটি উপাচার্য নির্বাচনি প্যানেল তৈরি করেছি। পত্রিকায় বিজ্ঞাপন প্রদান ও ইচ্ছুকদের আবেদনপত্র গ্রহণের মাধ্যমে ভিসি নিয়োগ প্রদান করা হবে।
“আমরা মন্ত্রণালয়, ইউজিসি এবং বিজ্ঞ অধ্যাপকদের সমন্বয়ে সার্চ কমিটি গঠন করেছি। আমি আশাবাদী, আপনাদের সকলের সহযোগিতায় যদি যোগ্যতা ও কম্পিটিশনের ভিত্তিতে ভিসি নিয়োগের প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারি, তবে আমার যে স্বপ্ন দেশে বসেই আগামী জেনারেশন বিশ্বকে নেতৃত্ব দেবে, সে পথে এগোতে পারব।”
বুধবার বিকালে শিক্ষা মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় কথা বলছিলেন শিক্ষা উপদেষ্টা। সেখানে উপাচার্য নিয়োগ, নতুন বছরের পাঠ্যবইসহ বিভিন্ন বিষয়ে তিনি কথা বলেন বলে মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে তুলে ধরা হয়েছে।
উপদেষ্টা বলেন, “সময় স্বল্পতার কারণে ২০২৬ সালের বই চলমান বছরের কারিকুলাম অনুযায়ী ছাপানো হবে। যেসব সাধারণ ভুলভ্রান্তি ছিল, সেগুলো ঠিক করে আগামী বছরের শুরুতেই যাতে শিক্ষার্থীরা পাঠ্যবই হাতে পায় তার উদ্যোগ নেওয়া হয়েছে।
“তাই যত কষ্টই হোক, বইগুলো যত্ন ও দায়িত্বের সঙ্গে নির্ভুল করার সিদ্ধান্ত নিয়েছি। আমি আশাবাদী এনসিটিবি এ গুরুদায়িত্ব পালন করতে পারবে।”
অবসরপ্রাপ্ত বেসরকারি শিক্ষকদের সুবিধা বৃদ্ধির জন্য সরকারের সম্প্রতি ২ হাজার কোটি টাকার বন্ড ও ২০০ কোটি টাকার নগদ বরাদ্দের কথা তুলে ধরে তিনি বলেন, “সংশ্লিষ্ট শিক্ষকদের সমস্যা নিরসনে এটি একটি বড় ধরনের পদক্ষেপ।”
অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব খ ম কবিরুল ইসলাম উপস্থিত ছিলেন।