Published : 17 Feb 2025, 10:22 PM
পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে ডিসিদের নির্দেশনা দেওয়ার কথা বলেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।
সোমবার সন্ধায় রাজধানীর ওসমানী মিলনায়তনে ডিসি সম্মেলনে তার মন্ত্রণালয়ের আলোচনা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
এসময় ডিসিদের প্রতি কী নির্দেশনা ছিল এমন প্রশ্নে উপদেষ্টা বলেন, “ডিসিদের প্রতি আমাদের নির্দেশনা ছিল যে, তাদেরকে উন্নয়ন কাজে একাত্ম হতে হবে এবং (পার্বত্য এলাকায়) উন্নয়ন কীভাবে হওয়া দরকার আমাকে ব্যক্তিগতভাবে তারা যেন ‘অ্যাডভাইস’ করে; এটিকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে পারে, সেটা ছিল আমার নির্দেশনা।”
সুপ্রদীপ চাকমা বলেছেন, “ডিসিদের অনেক সুপারিশ, কারণ পার্বত্য চট্টগ্রাম হচ্ছে বাংলাদেশের এক দশমাংশ।
“সবাই চায় আমরা উন্নয়ন করি, আমাদের আঞ্চলিক সম্পর্ক আরও বৃদ্ধি করি, এটা সবাই বিশ্বাস করে। ওখানে শিক্ষার উন্নয়ন হোক, জীবনযাপন উন্নত হোক, পরিবশের উন্নয়ন হোক, এটা সবাই চায় এবং আমরা একসাথে মনে করেছি যে, এটার উন্নয়ন করা দরকার, দেশটাকে সুন্দর করার জন্য।”
রাজধানীতে রোববার শুরু তিন দিনের এ সম্মেলন শেষ হবে মঙ্গলবার।