Published : 01 Oct 2024, 05:29 PM
রানা প্লাজা ধসে সহস্রাধিক মানুষের মৃত্যুর ঘটনায় করা হত্যা মামলায় ভবনটির মালিক সোহেল রানাকে ছয় মাসের জামিন দিয়েছে হাই কোর্ট।
মঙ্গলবার বিচারপতি মো. আতাউর রহমান খান ও বিচারপতি কে এম হাফিজুল আলমের বেঞ্চ এ জামিন দেয়।
সোহেল রানার পক্ষে শুনানি করেন সাজ্জাতুল হায়দার চৌধুরী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মুহাম্মদ মাসুদ রানা।
আইনজীবী মাসুদ রানা পর সাংবাদিকদের বলেন, “সোহেল রানাকে হাই কোর্ট ছয় মাসের অন্তর্বর্তী জামিন দিয়েছেন এবং কেন তাকে স্থায়ী জামিন দেওয়া হবে না সেই মর্মে রুল ইস্যু করেছেন।
“আমরা এই মামলার তীব্র বিরোধিতা করেছি, তাকে জামিন দেওয়া উচিত হবে না বলেছি। তার বিপক্ষে যেগুলো আছে বলেছি, যেমন সাক্ষ্য চলমান, ৯৩ জনের সাক্ষ্য হয়ে গেছে। তিনজন আসামির স্বীকারোক্তি আছে। সেখানে এর সমস্ত দায় এই সোহেল রানার উপর আসছে। এই সমস্ত কিছু আমরা উচ্চ আদালতকে বলেছি। আদালত মনে করেছেন, তার জামিন মঞ্জুর করেছেন।”
তার জামিনের আদেশের বিরুদ্ধে চেম্বার আদালতে আবেদন করবেন বলে জানান এই ডেপুটি অ্যাটর্নি জেনারেল।
২০১৩ সালের ২৪ এপ্রিল রানা প্লাজা ধসে ১ হাজার ১৩৫ জন শ্রমিক নিহত হন। গুরুতর আহত হয়ে পঙ্গুত্ববরণ করেন আরও অন্তত এক হাজার।
ভারতে পালিয়ে যাওয়ার সময় একই বছরের ২৯ এপ্রিল বেনাপোল থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করে র্যাব। এরপর থেকে তিনি কারাগারে।
রানা প্লাজা: কাঁদলেন শ্রমিকরা, চাইলেন ক্ষতিপূরণ আর ন্যায়বিচার
রানা প্লাজা ধস: ৫৯৪ জনের মধ্যে সবে সাক্ষ্য ৮৪ জনের
রানা প্লাজা ধস: দুর্বিষহ সময়ের শেষ কোথায়?
রানা প্লাজা ধস: বিচার শেষ হয়নি ১০ বছরেও