Published : 13 May 2025, 07:28 PM
স্বাস্থ্য ক্যাডারের চিকিৎসকদের জন্য প্রথমবারের মত সুপার নিউমারারি পদোন্নতির সুপারিশ করা হলেও সেই তালিকা থেকে ৩৩ ব্যাচের ৪৯২ জন চিকিৎসক বাদ পড়েছেন।
মেডিকেল অফিসার থেকে সহকারী অধ্যাপক পদে সুপার নিউমারারি পদোন্নতির দাবিতে এসব চিকিৎসক প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ চেয়েছেন।
মঙ্গলবার ঢাকার জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এ দাবি জানান ২০২৪ সালের ফিটলিস্টে থাকা ৩৩ ব্যাচের পদোন্নতিযোগ্য চিকিৎসকরা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ওই ব্যাচের চিকিৎসক ডা. তানজিন হুদা এ বিষয়ে আগের পদক্ষেপ তুলে ধরে বলেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর বিশেষজ্ঞ চিকিৎসকদের সুপার নিউমারারি পদোন্নতির দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। হালনাগাদ ফিটলিস্টের যোগ্য স্বাস্থ্য কর্মকর্তাদের মোট সংখ্যার উপর ভিত্তি করে ৭ হাজার ৫০০ সুপার নিউমারারি পদ তৈরির মাধ্যমে পদোন্নতির আশ্বাস দেওয়া হয়।
“এর ধারাবাহিকতায় তিনটি ধাপে ফিটলিস্টে অন্তর্ভুক্ত ৩৩ বিসিএস পর্যন্ত বিশেষজ্ঞ চিকিৎসকদের নাম পদোন্নতির জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠানো হয়। তবে ২০২৪ সালের সর্বশেষ ফিটলিস্ট থেকে ৩৩ বিসিএসের সহকারী অধ্যাপক পদোন্নতি যোগ্য ৪৯২ জন বিশেষজ্ঞ চিকিৎসককে অন্যায়ভাবে বঞ্চিত করা হচ্ছে। যদিও ২০২৪ ফিটলিস্টে যোগ্য সবার সংখ্যা হিসাব করেই সুপার নিউমারারির সুপারিশ করা হয়েছিল।”
ফিটলিস্টে নাম আনার সময়সীমা ২০২৪ সালের ২৭ অক্টোবর তুলে ধরে তিনি অভিযোগ করেন, অনিয়ম করে ২০২৫ সালের মার্চ মাসেও তথ্য হালনাগাদ করে পদোন্নতির জন্য সুপারিশ করা হয়েছে, যারা যোগ্য ছিলেন না।
“এ কারণে অন্যায়ভাবে ৪৯২ জন চিকিৎসক বঞ্চিত হচ্ছেন। আবার ৩৩তম বিসিএসের অধিকাংশ সহকারী অধ্যাপক হওয়ার সুপারিশ পেয়েছেন। অন্যান্য ক্যাডারের সুপার নিউমারারি পদোন্নতি হয় ব্যাচভিত্তিক।”
তানজিন হুদা বলেন, সহযোগী অধ্যাপক পদে দুই ধাপে ১৩৯৮ সুপার নিউমারি পদোন্নতির সুপারিশ করা হয়েছে। এসব পদোন্নতি দিলে শুন্য পদে পদোন্নতির সুযোগ সৃষ্টি হয়, তাতে ৩৩ বিসিএসের একাংশের বঞ্চিত থাকার কথা না।
এ কারণে তিনি দীর্ঘদিন ধরে পদোন্নতি বঞ্চিত এসব চিকিৎসকদের প্রথমবারের মতো হতে যাওয়া সুপার নিউমারারি পদোন্নতি থেকে বঞ্চিত না করতে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেন।
সংবাদ সম্মেলনে বলা হয়, দেশে ২৬টি বিসিএস ক্যাডারে কর্মরত সরকারি কর্মকর্তাদের কাজের দক্ষতা ও চাকরির বয়সসীমা বাড়লে পদোন্নতি দেওয়া হয়। পদোন্নতি যোগ্য কর্মকর্তার তুলনায় শুন্যপদ কম থাকলে বিভিন্ন ক্যাডারে সুপার নিউমারারি পদ সৃষ্টি করা হয়।
সংবাদ সম্মেলনে ডা. আহমেদ হোসাইন সিদ্দিক, ডা.আল মামুন, ডা. মশিউর রহমান, ডা. কামরুল ইসলামসহ চিকিৎসকরা উপস্থিত ছিলেন।