Published : 25 Aug 2024, 06:42 PM
অধস্তন আদালত বা ট্রাইব্যুনালে উপস্থিত আসামির পক্ষে কোনো আইনজীবী না থাকলে লিগ্যাল এইডের আইনজীবীদের সহায়তা দেওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধান বিচারপতি।
রোববার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমদ ভূঞা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করার জন্য আদালতে উপস্থিত আসামিদের আইনগত সহায়তা নিশ্চিত করা আবশ্যক।
“আসামিদের কেউ যেন আইনগত সহায়তা বঞ্চিত না থাকেন, সে কারণে আসামির পক্ষে আইনজীবী নিযুক্ত না থাকলে সে ক্ষেত্রে লিগ্যাল এইডের আইনজীবী প্যানেল থেকে আইনজীবী নিয়োগ করার জন্য বিচারপতি নির্দেশনা দিয়েছেন।
“এ ছাড়া নিযুক্ত আইনজীবীরা যেন নির্বিঘ্নে ও বাধাহীনভাবে দায়িত্ব পালন করতে পারেন সে বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হল।”
ছাত্র-জনতার প্রবল গণ আন্দোলনে ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটির সভাপতি শেখ হাসিনা ভারতে চলে যান। দলটির অধিকাংশ নেতা চলে যান আত্মগোপনে।
আত্মগোপনে থাকা সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ নেতাদের মধ্যে বেশ কয়েকজন গত কয়েক দিনে গ্রেপ্তার হয়েছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে সংঘর্ষে হতাহতের মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
রিমান্ড শুনানির সময় তাদের অনেকের পক্ষেই কোনো আইনজীবীকে দাঁড়াতে দেখা যাচ্ছে না। আবার আদালতে তোলার সময় তাদের অনেকে হেনস্তার শিকার হচ্ছেন, তাদের পক্ষে কেউ শুনানি করতে দাঁড়ালে হট্টগোল করে তাদের বাধা দেওয়া হচ্ছে।