Published : 14 May 2025, 08:51 PM
বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে উচ্চ আদালতে রিট আবেদন করা হয়েছে।
বুধবার হাই কোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদনটি করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বাসিন্দা মো. মামুনুর রশিদ।
রিট আবেদনকারীর কৌঁসুলি কাজী আকবর আলী বলেন, রিট আবেদনে ইশরাককে মেয়র ঘোষণাসংক্রান্ত মামলার বিচারকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণেরও নির্দেশনা চাওয়া হয়েছে।
আগামী সপ্তাহে বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাই কোর্ট বেঞ্চে রিট আবেদনের ওপর শুনানি হতে পারে বলে জানান তিনি।
২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটির নির্বাচনে ইশরাক হোসেনকে পৌনে ২ লাখ ভোটের ব্যবধানে হারিয়ে আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস মেয়র হন।
গেল ২৭ মার্চ ওই নির্বাচনের ফল বাতিল করে ইশরাককে মেয়র ঘোষণা করেন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনি ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুল ইসলাম।
ট্রাইব্যুনালের রায়ের কপি পেয়ে ২২ এপ্রিল গেজেট প্রকাশের বিষয়ে আইন মন্ত্রণালয়ের পরামর্শ চায় সাংবিধানিক সংস্থাটি।
এরপর ২৭ এপ্রিল ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নতুন মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন-ইসি।
পরদিন আইন উপদেষ্টা আসিফ নজরুল দাবি করেন, মন্ত্রণালয়ের মতামত দেওয়ার আগেই ইসি ইশরাক হোসেনের নামে গেজেট প্রকাশ করেছে।
৩০ এপ্রিল নির্বাচন ভবনে চতুর্থ কমিশন সভা শেষে আইন উপদেষ্টার দাবির বিষয়ে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, নির্ধারিত সময়ে মতামত না আসায় ইশরাক হোসেনের নামে গেজেট প্রকাশ করা হয়েছে। আদালতের আদেশের যেন ব্যত্যয় না ঘটে, তাই সেটা (গেজেট প্রকাশ) বাস্তবায়ন করা হয়েছে।
এরপর ৫ মে ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবে কিনা বা অন্য কোনো আইনি পদক্ষেপ নেবে কিনা দ্রুত সময়ের মধ্যে অবগত করার অনুরোধ করে স্থানীয় সরকার বিভাগ।
এদিকে বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়র হিসেবে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে বুধবার নগর ভবন প্রাঙ্গণে বিক্ষোভ করেন কয়েকশ মানুষ।
সকাল থেকে ‘ঢাকার সাধারণ ভোটারদের আয়োজনে নগর ভবন অবরোধ, আয়োজনে: নগরবাসী’ ব্যানার নিয়ে তারা নগর ভবনের সামনে জড়ো হন।
তারা নগরভবনে মুল ফটকের সামনের সড়কে অবস্থান নিয়ে মানববন্ধন করেন। এক পর্যায়ে বেলা ১০টার দিকে নগর ভবনের মূল ফটক খুলে দিলে তারা ভেতরে ঢুকে যান। বিক্ষোভকারীদের একটি অংশ নগর ভবনের সিঁড়িতে অবস্থান নেন।
দুপুর ২টা পর্যন্ত তাদের কর্মসূচি চলে।
ইশরাককে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগর ভবনের সামনে বিক্ষোভ
ইশরাককে মেয়র ঘোষণার রায়ের বিরুদ্ধে আপিল করবে না ইসি
ইশরাককে ঢাকা দক্ষিণ সিটির মেয়র ঘোষণা
ইশরাককে মেয়র ঘোষণা: আইন মন্ত্রণালয়ের পরামর্শ নেবে ইসি
ইশরাকের গেজেট মন্ত্রণালয়ের মতামত ছাড়াই: আসিফ নজরুল