Published : 16 Jul 2024, 07:06 PM
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোটাবিরোধী আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের ধাওয়াধাওয়ির মধ্যে ঢাকার আদালত প্রাঙ্গণে দুটি গাড়ি ভাংচুর করা হয়েছে।
মঙ্গলবার বিকাল ৪টার দিকে ঢাকার মুখ্য মহানগর আদালতের সামনে এ ঘটনা ঘটে।
ঢাকার মুখ্য মহানগর হাকিমের ব্যক্তিগত সচিব জগিরুল কাইয়ুম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সিএমএম আদালত ভবনের প্রবেশপথে থাকা পুলিশের একটি গাড়ি ভাংচুর করা হয়েছে। এছাড়া পুলিশের কালো রংয়ের হায়েস একটি মাইক্রোবাসকে ঢিল ছোঁড়া হয়েছে।”
কোতয়ালী থানার এসআই সমীরণ জানান, জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে আন্দোলনকারীরা রায় সাহেববাজারের দিকে অগ্রসর হতে গেলে পুলিশ বাধা দেয়। এ সময় আন্দোলনকারীরা পুলিশের উপর চড়াও হয়। তখন একদল ছাত্রলীগ নেতাকর্মী আন্দোলনকারীদের ধাওয়া দেন। এসময় দুই পক্ষই পরস্পরের দিকে ইট পাটকেল ছুঁড়তে থাকে।
হাজতখানার ওসি মুরাদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানান, ঘটনার সময় হাজতখানা বন্ধ করে দেওয়া হয়। এদিন কারাগার থেকে কোনো গাড়ি আসেনি।