Published : 06 Jun 2024, 05:19 PM
বিদেশ থেকে দেশে আসার যাত্রীরা তিনটার বেশি মোবাইল ফোন আনতে পারবেন না। এ ক্ষেত্রে আবার একটির শুল্ক পরিশোধ করতে হবে তাকে।
বৃহস্পতিবার ২০২৪-২৫ অর্থবছরের বাজেট প্রস্তাবে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এই প্রস্তাব করেছেন।
এতদিন পর্যন্ত একজন যাত্রী আটটি মোবাইল ফোন আনতে পারতেন। এর মধ্যে ছয়টির জন্য শুল্ক দিতে হত। তবে দুটি ফোন আনা যেত শুল্ক ছাড়াই। এখন শুল্ক দিয়েও লাগেজে করে তিনটির বেশি ফোন আনা যাবে না।
আগামী অর্থবছরের বাজেটে ব্যাগেজ বিধিমালায় এটিসহ আরও কিছু সংশোধন আনা হয়েছে। বাজেট ঘোষণার পরপরই এই বিধিমালা বাস্তবায়নযোগ্য হবে।
প্রস্তাবিত এ বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, “কোনো প্রকার শুল্ক ও কর পরিশোধ ছাড়াই একজন যাত্রী দুটো মোবাইল ফোন আনতে পারবেন। আর শুল্ক কর পরিশোধ করে নিতে পারবেন আরও একটি মোবাইল ফোন।”
প্রস্তাবিত বাজেটে, আনঅ্যাকোমপেনিড লাগেজ শুল্ক-কর পরিশোধ সাপেক্ষে খালাস করার বিধান যুক্ত করা হয়েছে। এছাড়া ২৪ ক্যারেটের স্বর্ণ আনার প্রবণতা বাড়ছে জানিয়ে কর ফাঁকি রোধে স্বর্ণালঙ্কারের নতুন সংজ্ঞা নির্ধারণ করা হয়েছে।