Published : 08 Feb 2023, 10:35 PM
রিকশা পেইন্টিংয়ের ঐতিহ্য নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে চায় নবান্ন প্রকাশনী। এজন্য তাদের স্টল এবার সাজানো হয়েছে রিকশা পেইন্টিংয়ের আদলে।
বইমেলায় সোহরাওয়ার্দী উদ্যান অংশে গিয়ে স্টলটির সামনে দেখা যায় সেলফি তোলায় ব্যস্ত বেশ কয়েকজন। তাদের মধ্যে একজন ছিলেন পঞ্চাশোর্ধ সফিউল্লাহ। পরিবারের সদস্যদের নিয়ে স্টলটির সামনে ছবি তুলছিলেন তিনি।
সফিউল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রিক্সার ছবিটা দেইখ্যা ভাল লাগছে, এজন্য ছবি তুলছি।”
নবান্ন প্রকাশনীর নির্বাহী পরিচালক নূর নাহিয়ান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রিক্সা পেইন্টিং এক সময় ভীষণ জনপ্রিয় ছিল। এখন সেটি হারিয়ে যাচ্ছে। যারা এই পেইন্টিং করতে জানেন, সেই শিল্পীরাও হারিয়ে যাচ্ছে।
“কিন্তু রিকশা পেইন্টিংয়ের নন্দন রূপ এখনও যে কোনো মানুষকে মুগ্ধ করে, সেটি বোঝা যায়- আমরা যখন দেখছি প্রতিদিনই অনেক মানুষ আমাদের স্টলের সামনে এসে ছবি তুলছেন। এই রিকশা পেইন্টিং নিয়ে আরও ইতিবাচক প্রচারণা দরকার। তাহলে এই শিল্পটি সারা বিশ্বে আরও জনপ্রিয় হবে।”
মোহাম্মদ হানিফ পাপ্পুর পরিকল্পনায় মোহাম্মদ মনির হোসেন পেইন্টিং করেছেন নবান্নর স্টলে, তার সহযোগী ছিলেন বাছেদ খান, সোলায়মান, নূর আলীসহ কয়েকজন।
নবান্ন প্রকাশনীর উপদেষ্টা আমিনুর রহমান সুলতান বলেন, “মেলা তো মূলত গ্রামীণ একটি অনুষঙ্গ। এই বইমেলাও আমাদের গ্রামীণ চেতনার সাথে ঐতিহ্যের মেলবন্ধন। এজন্য আমরা লোকজ সংস্কৃতিকে ধারণ করে নবান্নকে সাজানোর চেষ্টা করি। এবার আমরা থিম হিসেবে রিকশা পেইন্টিংকে বেছে নিয়েছি।”
নবান্ন প্রকাশনীর মতো অনেকেই নানান থিম নিয়ে এবার স্টল সাজিয়েছে। আবার নীতিমালা না মেনে স্টল সাজানোর কারণে সেসব স্টলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য মেলা পরিচালনা কমিটিকে চিঠিও দিয়েছে বইমেলায় গঠিত টাস্কফোর্স।
মিজান পাবলিশার্স প্যাভিলিয়নের উচ্চতা বাড়িয়ে, প্রথমা প্যাভিলিয়নের চারপাশে বৃদ্ধি করে, ‘আকাশ’ শন দিয়ে প্যাভিলিয়নের ছাদ নির্মাণ করে নীতিমালা ভঙ্গ করেছে উল্লেখ করে তাদেরকে নীতিমালা মেনে চলার জন্য চিঠি দেওয়া হয়।
অন্যদিকে ক্রিয়েটিভ ঢাকা, ঐতিহ্য, ইউপিএল, পেন্ডুলাম, শ্রাবণ প্রকাশন, অন্যপ্রকাশসহ বেশ কিছু প্রকাশনী প্রতিষ্ঠানের স্টলের নান্দনিক সাজ মেলায় আসা বইপ্রেমীদের কাছে আকর্ষণ তৈরি করেছে।
প্রতি বছরই মেলায় অংশগ্রহণকারী প্রকাশনা প্রতিষ্ঠানের মধ্য থেকে স্টলের নান্দনিক সাজসজ্জায় শ্রেষ্ঠ বিবেচিত প্রতিষ্ঠানকে ‘কাইয়ুম চৌধুরী স্মৃতি পুরস্কার’ দেওয়া হয়। বাংলা একাডেমি জানিয়েছে, নান্দনিক শিল্প রুচিকে উৎসাহ জোগাতেই এই পুরস্কার দেওয়া হয়।
বুধবার ছিল বইমেলার অষ্টম দিন। মেলা শুরু হয় বিকাল ৩টায়, চলে রাত ৯টা পর্যন্ত। এদিন নতুন বই এসেছে ১১৪টি।
এদিন বইমেলার সোহরাওয়ার্দী উদ্যানের অংশে লেখক দম্পতি ড. মুহম্মদ জাফর ইকবাল ও ড. ইয়াসমিন হক ঢুকতেই তাদের ঘিরে ধরেন ভক্তরা। অটোগ্রাফ নেওয়ার পাশাপাশি ছবিও তোলেন অনেকে।
জাফর ইকবাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রতি বছরই বইমেলায় আসলে অন্যরকম আনন্দ পাওয়া যায়। এবার এসেও ভীষণ ভালো লাগছে।”
এবার বইমেলায় প্রথম এলেন জানিয়ে ইয়াসমিন হক বলেন, “এবার মেলার অষ্টম দিন হলেও আমার জন্য প্রথম দিন। কারণ আমি আজই প্রথম এসেছি। বইমেলায় এসে খুব ভালো লাগছে। তবে ধুলার ভোগান্তিও আছে।”
বাইকে আটকে প্রবেশ পথ
বিকাল থেকেই দর্শনার্থীদের কেউ কেউ অভিযোগ করেন, টিএসসি দিয়ে মেলায় প্রবেশ পথে বাইক পার্কিংয়ের কারণে চলাচলে বিঘ্ন ঘটছে। এছাড়া টিএসসি থেকে সোহরাওয়ার্দী উদ্যানের ভেতরে নেই পর্যাপ্ত আলোর ব্যবস্থা। এতে মেয়েরা উত্ত্যক্ততার শিকার হচ্ছেন।
আসলাম নামে একজন মাকে নিয়ে মেলায় এসে প্রবেশ মুখে বাইক রাখা দেখে বিরক্ত হয়ে বলেন, “লোকজনের কমনসেন্স নেই। গেটে থাকা পুলিশ সদস্যরাও কী করেন? এগুলো দেখেন না কেন?”
বিকালে গিয়ে দেখা যায়, ওই প্রবেশ পথের পুরোটাজুড়ে মোটর বাইক রাখায় ফাঁক গলে দর্শনার্থীদের মেলায় ঢুকতে হচ্ছে।
বিষয়টি বইমেলার সদস্য সচিব কে এম মুজাহিদুল ইসলামকে জানালে তিনি সঙ্গে সঙ্গে সংশ্লিষ্টদের ফোন করে নির্দেশনা দেন। কিন্তু তার দুই ঘণ্টা পর গিয়ে একই চিত্র দেখা যায়।
মুজাহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিবেদকের কাছ থেকে সেই স্থানের ছবি সংগ্রহ করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
দিনের অনুষ্ঠান
বিকাল ৪টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় জন্মশতবার্ষিক শ্রদ্ধাঞ্জলি : ওস্তাদ আলি আকবর খান’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করেন সাইম রানা। আলোচনায় অংশগ্রহণ করেন কমল খালিদ ও আলী এফ এম রেজওয়ান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেখ সাদী খান।
প্রাবন্ধিক বলেন, “বাঙালি সংগীতকার ওস্তাদ আলি আকবর খান তার অনন্যসাধারণ বাদনশৈলী ও সৃজনকীর্তি এবং শিল্প-অবদানের জন্য বিশ্ববিখ্যাত হয়েছিলেন। ১৯৭১ সালের অগাস্ট মাসে ওস্তাদ আলি আকবর বাংলাদেশের মুক্তিযুদ্ধে শরণার্থীদের সাহায্যার্থে ম্যাডিসন স্কয়ার গার্ডেনে সংগীত পরিবেশন করেন। তার অজস্র অডিও অ্যালবাম রয়েছে। সংগীত-ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি অজস্র পুরস্কার, সম্মাননা ও উপধি লাভ করেছেন। তার সৃজনশীল কর্মের মধ্যে চলচ্চিত্রে সুরারোপ ও নতুন রাগ রচনা অতীব গুরুত্বপূর্ণ।
“আলাপই হচ্ছে রাগের প্রাণ। আলাপের ভেতরেই আলঙ্করিক প্রয়োগ থাকে। ওস্তাদ আলি আকবর খান বাদনশৈলীতে আলাপের ওপর জোর দিয়েছেন। তিনি বিশেষ সাংগীতিক বোধসম্পন্ন শিল্পী ছিলেন। লোকসংগীতের নানা অনুষঙ্গকে তিনি যেভাবে শাস্ত্রীয় সংগীতের সঙ্গে সমন্বয় করে উপস্থাপন করেছেন, তা সারাবিশ্বে নন্দিত হয়েছে। তবে তিনি কেবল একজন সাধক ও শিল্পীই নন, এই শাস্ত্রটিকে সুপ্রতিষ্ঠিত করার জন্য বিদ্যায়তনিক ও সাংগঠনিক নানা পদক্ষেপও নিয়েছেন, প্রতিষ্ঠা করেছেন সংগীত শিক্ষা প্রতিষ্ঠান।”
সভাপতির বক্তব্যে শেখ সাদী খান বলেন, “সংগীত দিয়ে সারা বিশ্ব জয় করেছিলেন আলি আকবর খান। যন্ত্রবাদন ও সংগীত দ্বারা শিল্পী যখন মানুষকে মন্ত্রমুগ্ধ করে ফেলেন, তখন সংগীত হয়ে ওঠে জাদু। আলি আকবর খান ছিলেন তেমনই একজন সংগীতের জাদুকর।”
বুধবার লেখক বলছি অনুষ্ঠানে নিজেদের নতুন বই নিয়ে আলোচনা করেন হাবিব আনিসুর রহমান, গাজী আজিজুর রহমান, রাসেল রায়হান, ইসমত শিল্পী।
সন্ধ্যায় মূল মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা পাঠ করেন কবি মাকিদ হায়দার, জাহিদ হায়দার, স্মৃতি আক্তার। আবৃত্তি পরিবেশন করেন আবৃত্তিশিল্পী মো. শাহাদাৎ হোসেন, এনামুল হক বাবু ও চৈতালী হালদার।
ফয়জুল্লাহ সাঈদের পরিচালনায় ছিল সাংস্কৃতিক সংগঠন ‘শিল্পবৃত্ত’-এর পরিবেশনা। সংগীত পরিবেশন করেন শিল্পী সাইদুর রহমান বয়াতি, আলম দেওয়ান, মমতা দাসী বাউল, মো. আবুল বাশার, ফারজানা আফরিন ইভা, পাগলা বাবলু, মো. আনোয়ার হোসেন এবং সন্ধ্যা রানী দত্ত। যন্ত্রাণুষঙ্গে ছিলেন বেণু চক্রবর্তী (তবলা), আনোয়ার সাহাদাত রবিন (কী-বোর্ড), সুমন কুমার শীল (দোতারা), মো. শহীদুল ইসলাম (বাঁশি)।
বৃহস্পতিবার যা থাকবে
বৃহস্পতিবার বইমেলার নবম দিন। মেলা শুরু হবে বিকাল ৩টায়, চলবে রাত ৯টা পর্যন্ত। বিকাল ৪টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে জন্মশতবার্ষিক শ্রদ্ধাঞ্জলি : কবীর চৌধুরী এবং জন্মশতবার্ষিক শ্রদ্ধাঞ্জলি : সাংবাদিক-সাহিত্যিক জহুর হোসেন চৌধুরী শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করবেন আবদুস সেলিম ও জাহীদ রেজা নূর। আলোচনায় অংশগ্রহণ করবেন কাজল বন্দ্যোপাধ্যায়, খায়রুল আলম সবুজ, মনজুরুল আহসান বুলবুল ও মুস্তাফিজ শফি। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন শফি আহমেদ।