Published : 08 Jun 2025, 03:34 PM
দেশের ১২ সিটি করপোরেশনের ৪৮৭টি ওয়ার্ডে কোরবানির পশুর বর্জ্য শতভাগ অপসারণের কথা জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।
ঈদের সকাল থেকে পশু জবাইয়ের পর রাত ১০টার মধ্যেই সব বর্জ্য অপসারণের কথা রোববার ফেইসবুকে জানিয়েছেন তিনি।
আসিফ মাহমুদ লেখেন, “এটি সম্ভব হয়েছে সম্মিলিত পরিকল্পনা, পরিশ্রম ও ভালোবাসার কারণে। এটা শুধু পরিসংখ্যান নয়, এটা আমাদের প্রতিশ্রুতির জয়। পরিচ্ছন্নতা এখন শুধু অঙ্গীকার নয়, বাস্তবতা।”
১২টি সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা সংক্রান্ত পরিসংখ্যান চিত্রও দেন স্থানীয় সরকার উপদেষ্টা।
তিনি লেখেন, মোট ৪০ হাজার ১০৪ টন বর্জ্য অপসারণ করা হয়েছে। জনবল কাজ করেছে ৩৫ হাজার ২৭২ জন। ১০০% অপসারিত বর্জ্য, অপসারিত ওয়ার্ড (রাত ১০টা) ৪৮৭টি।