০৩ জুলাই ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২
“আমরা লক্ষ্য করছি, বাংলাদেশের সবার দাবি তাদের কানে পৌঁছায়, কিন্তু ঢাকা দক্ষিণ সিটিবাসীর দাবি কেন জানি তাদের কানে পৌঁছাচ্ছে না।”
“উপদেষ্টার কথা সত্যি হলে ভবিষ্যতে অনেক নির্বাচিত জনপ্রতিনিধি শপথ নিতে পারবেন না।"
মোট ৪০ হাজার ১০৪ টন বর্জ্য অপসারণের তথ্য দিয়েছেন তিনি।
বর্জ্য অপসারণে দুই সিটির পক্ষ থেকে প্রায় ১৩ লাখ ৯০ হাজার প্লাস্টিক, পলিব্যাগ ও বায়োডিগ্রেডেবল ব্যাগ বিতরণ হয়েছে।
তার বিরুদ্ধে ‘ক্ষমতার অপব্যবহার করে তদবির ও টেন্ডার বাণিজ্যের মাধ্যমে শত কোটি টাকার সম্পদ’ অর্জনের অভিযোগ রয়েছে।
স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের ষড়যন্ত্রের কারণেই ইশরাক হোসেন মেয়র পদে বসতে পারছেন না। এমন দাবি করে ইশরাক সমর্থকরা বলছেন, তাকে মেয়রের চেয়ারে না বসালে সংবিধান লঙ্ঘন হবে।
টানা পাঁচ দিন আন্দোলনে থাকা ইশরাক সমর্থকরা এবার ‘ঢাকা অচল’ করার হুঁশিয়ারি দিয়েছেন। স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগ দাবি করে তারা বলছেন, মঙ্গলবারের মধ্যে সমাধান না হলে দুর্বার আন্দোলন গড়ে সরকারকে বার্তা দেওয়া হবে।
“যদি পরিস্থিতি বাধ্য করে, কোনো দিকে মোড় নেয়, তাহলে আমরা তাৎক্ষণিকভাবে আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করব,” বলেন আন্দোলনের সমন্বয়ক।