Published : 23 Jun 2024, 04:17 PM
চট্টগ্রামের পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায়কে অতিরিক্ত আইজি (সুপারনিউমারারি) হিসেবে পুলিশ সদর দপ্তরে বদলি করা হয়েছে; তার স্থলাভিষিক্ত হচ্ছেন ঢাকার মেট্রোরেলের ডিআইজি মো. সাইফুল ইসলাম।
এছাড়া পুলিশের ডিআইজি পদমর্যাদার আরো ৮ কর্মকর্তার পদে রদবদল আনা হয়েছে। পদায়ন করা হয়েছে অতিরিক্ত ডিআইজি পদে সম্প্রতি পদোন্নতিপ্রাপ্ত ১৫ জনকে। পুলিশ সুপার পদের ১৫ জনকে বদলি করা হয়েছে।
রোববার তিনটি আদেশে এসব বদলি ও পদায়নের কথা জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
পিবিআইয়ের ডিআইজি ইলিয়াস শরীফকে বরিশাল রেঞ্জে, পুলিশ ট্রেনিং সেন্টার খুলনার কমান্ড্যান্ট (ডিআইজি) নিশারুল আরিফকে পুলিশ সদর দপ্তরের ডিআইজি, ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার আশরাফুজ্জামানকে পুলিশ সদর দপ্তরে, আর্মড পুলিশ ব্যাটালিয়নের ডিআইজি মোহাম্মদ আব্দুল্লাহীল বাকীকে পুলিশ সদর দপ্তরে, হাইওয়ে পুলিশের ডিআইজি মাহবুবুর রহমানকে মেট্রোরেলের ডিআইজি, পুলিশ সদর দপ্তরের ডিআইজি এস এম মোস্তাক আহমেদ খানকে ডিএমপির অতিরিক্ত কমিশনার, বরিশাল রেঞ্জের ডিআইজি জামিল হাসানকে হাইওয়ে পুলিশে, আর্মড পুলিশ ব্যাটালিয়নের ডিআইজি মোল্যা নজরুল ইসলামকে সিআইডিতে বদলি করা হয়েছে।
এর বাইরে অতিরিক্ত ডিআইজি হিসাবে যে ১৫ জনকে পদায়ন করা হয়েছে, তাদের মধ্যে তিনজন পদোন্নতি পেয়েছেন সুপারনিউমারারি হিসাবে। পদোন্নতিপ্রাপ্ত ১৫ জনের মধ্যে টাঙ্গাইল, কুষ্টিয়া, নৌপুলিশ, বগুড়া, পাবনা, রংপুর, সুনামগঞ্জ ও যশোরের পুলিশ সুপার এবং ডিএমপি ও সিএমপির উপ কমিশনার আছেন।
বদলি হওয়া পুলিশ সুপার পদমর্যাদার ১৫ কর্মকর্তার মধ্যে রয়েছেন কুমিল্লা, সিলেট, পটুয়াখালী, বরগুনা, ফেনী, নীলফামারী ও মাদারীপুরের পুলিশ সুপার এবং ডিএমপির উপ কমিশনার।