Published : 24 May 2025, 10:21 PM
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর তার নেতাকর্মীর ‘গায়ে হাত দিলে’ পুলিশকে ‘মেরে ঝুলিয়ে রাখার’ যে বক্তব্য দিয়েছেন, তার ‘তীব্র নিন্দা ও প্রতিবাদ’ জানিয়েছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন।
শনিবার সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নুরের বক্তব্যকে ‘ফৌজদারি অপরাধ’ হিসেবে অভিহিত করলেও কোনো আইনি ব্যবস্থা নেবেন না বলে জানিয়েছেন সংগঠনটির সাধারণ সম্পাদক ও ঢাকা জেলার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “না, আমরা কোনো আইনি ব্যবস্থা নেব না। এটা আমাদের আনুষ্ঠানিক বিবৃতি, সেখানে আমরা গঠনমূলক সমালোচনাকে স্বাগত জানানোর কথা বলেছি।”
বৃহস্পতিবার এক গণজমায়েতে নুর বলেন, “এই অন্তর্বর্তী সরকারের পুলিশ আমাদের গায়ে হাত দিলে ওই হাত আর আস্ত রাখব না। পরিষ্কার কথা, ওই যাত্রাবাড়ীতে যেমনিভাবে জনতা পুলিশকে মেরে ব্রিজে ঝুলিয়ে রেখেছিল, এই গণঅধিকার পরিষদের কোনো নেতাকর্মীর গায়ে হাত তোলা হলে ওইভাবে ঝুলিয়ে দেওয়া হবে।”
বিসিএস পুলিশ সদস্যদের সংগঠনটি বিবৃতিতে বলেছে, “গণঅধিকার পরিষদ সভাপতির এমন বক্তব্য পুলিশ বাহিনীর প্রতি এক ধরনের হুমকি, যা কোনোভাবেই গ্রহণযোগ্য ও কাম্য নয়। এ ধরনের হুমকি একটি ফৌজদারি অপরাধও বটে।”
রাজনৈতিক নেতৃবৃন্দের কাছ থেকে রাষ্ট্রের ‘অন্যতম প্রতিষ্ঠান’ সম্পর্কে ‘এহেন শিষ্টাচার বহির্ভূত’ বক্তব্যের পরিবর্তে গঠনমূলক সমালোচনাকে স্বাগত জানানোর কথাও বলা হয়েছে।
৫ অগাস্ট পরবর্তী সময়ে পুলিশ ‘অক্লান্ত পরিশ্রম করে দেশের শান্তিশৃঙ্খলা বজায় রেখে দেশবাসীর আস্থা অর্জনের মাধ্যমে অহর্নিশ’ কাজ করছে জানিয়ে অ্যাসোসিয়েশন বলছে, “এ সময়ে বিশেষ কোন মহলের স্বার্থসিদ্ধির জন্য পুলিশের মনোবল ভাঙার মাধ্যমে বাহিনীকে দুর্বল করে দেওয়ার উদ্দেশ্যে এরকম বক্তব্য দেওয়া হয়েছে।
“বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন এ ধরনের অপরাধমূলক ও জনশৃঙ্খলা বিনষ্টকারী বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় এমন বক্তব্য বিদ্বেষ ছড়িয়ে সামাজিক শান্তি বিনষ্ট করবে বলে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন মনে করে।”