Published : 22 Oct 2024, 10:00 PM
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় অভিযুক্ত সিলেটের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনার মোহাম্মদ এনামুল হককে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।
মঙ্গলবার অভ্যন্তরীণ সম্পদ বিভাগের এক প্রজ্ঞাপনে জানায়, “মোহাম্মদ এনামুল হক, কমিশনার অব কাস্টমস, অভ্যন্তরীণ সম্পদ বিভাগে সংযুক্ত এর চাকরিকাল ২৫ বছর পূর্ণ হওয়ায় সরকারি চাকরি আইন, ২০১৮ এর ধারা ধারা-৪৫ এবং ধারা-৫১ অনুযায়ী জনস্বার্থে তাকে চাকরি হতে অবসর প্রদান করা হলো।”
তিনি ভবিষ্য তহবিলে প্রদত্ত তার চাঁদা এবং এর সুদ ব্যতীত অন্য কোনো অবসর সুবিধা প্রাপ্য হবেন না।
জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও এতে জানানো হয়।
এর আগে গত ৪ জুলাই এনামুলের স্থাবর সম্পদ ক্রোকের নির্দেশ এবং ৮ জুলাই এনামুলের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেয় আদালত।
ক্রোক করা সম্পত্তির মধ্যে রয়েছে গুলশানের জোয়ার সাহারায় ৬১ হাজার টাকার তিন কাঠা জমি, খিলক্ষেতে ৭ লাখ ৮৪ হাজার টাকার ৩৩ শতাংশ জমি, কাকরাইলের আইরিশ নূরজাহান টাওয়ারে কমন স্পেসসহ ১১৭০ বর্গফুটের ফ্ল্যাট, যার মূল্য ২৮ লাখ ৩০ হাজার ৫০০ টাকা, একই ভবনে কারপার্কিং স্পেসসহ ১৮৩৫ বর্গফুটের ফ্ল্যাট যার মূল্য ৫১ লাখ ২৯০০ হাজার টাকা।
এছাড়া রয়েছে কাকরাইলে ১৯০০ ও ৩৮০০ বর্গফুটের ফ্ল্যাটসহ কারপার্কিং, যার মূল্য ২ কোটি ৮ লাখ ৫০ হাজার টাকা, গাজীপুরে ৬২ লাখ ৪০ হাজার টাকার পাঁচ কাঠা জমি, মোহাম্মদপুরে তিনটি বাণিজ্যিক ভবনে চার হাজার বর্গফুটের তিনটি স্পেস, যার প্রতিটির মূল্য ৭১ লাখ ৩৫ হাজার করে, মোহাম্মদপুরে ১০ হাজার ৯৬৫ বর্গফুটের স্পেস, যার মূল্য দুই কোটি ৩৫ লাখ ৯০ হাজার টাকা, গুলশানের ৭২ লাখ টাকার ২৪২৮ বর্গফুটের ফ্ল্যাট এবং বাড্ডায় চার কাঠা নাল জমি, যার মূল্য ১৪ লাখ ৫৫ হাজার টাকা।
এনামুলের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে করা আবেদনে মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক ফারজান ইয়াসমিন উল্লেখ করেছিলেন, ঘুষ-দুর্নীতির মাধ্যমে ৯ কোটি ৭৬ লাখ ৯৭ হাজার টাকা মূল্যের অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৭(১) ধারায় গতবছরের ৩১ জুলাই মামলা দায়ের করা হয়েছে।
আরও পড়ুন:
শুল্ক কর্মকর্তা এনামুলের দেশত্যাগে নিষেধাজ্ঞা
'অবৈধ' সম্পদ: শুল্ক কর্মকর্তা এনামুলের বাড়ি, ফ্ল্যাট, জমি কোক্র