Published : 26 Jun 2025, 05:51 PM
দায়িত্ব দেওয়ার ১১ মাসের মাথায় বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবীর ভূঁইয়াকে সরানো হয়েছে।
বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
আদেশে মঞ্জুর কবীর ভূঁইয়াকে সরানোর ব্যাখ্যা না দিয়ে তাকে সশস্ত্র বাহিনী বিভাগের (বিমান বাহিনী) চাকরিতে ফেরানোর কথা বলা হয়েছে। তার স্থলাভিষিক্ত কে হচ্ছেন তাও জানানো হয়নি এতে।
বেবিচক কর্মকর্তাদের জন্য আয়োজিত কর্মশালায় অংশ নিতে বর্তমানে কক্সবাজারে অবস্থান করছেন এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবীর ভূঁইয়া।
প্রেষণ বাতিলের বিষয়ে জানতে মঞ্জুর কবীরকে একাধিকবার ফোন করা হলেও তার সাড়া মেলেনি।
গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ৯ অগাস্ট মঞ্জুর কবীরকে প্রেষণে বেবিচক চেয়ারম্যানের দায়িত্ব দেয় অন্তবর্তী সরকার। তার মাত্র ছয় সপ্তাহ আগে সেই দায়িত্বে আসা এয়ার কমডোর সাদিকুর রহমান চৌধুরীকে তখন বিমান বাহিনীতে ফিরিয়ে দেওয়া হয়েছিল।