Published : 14 May 2025, 06:40 PM
রংপুরের পীরগাছার অন্নদানগর শরলার বিল আশ্রয়ণ প্রকল্পে ‘প্রজন্ম সমাজ-সংস্কৃতি কেন্দ্রের’ একটি পাঠাগার ও স্কুল নির্মাণে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদ ও ব্যবস্থা নেওয়ার দাবিতে বিবৃতি দিয়েছেন বিশিষ্টজনেরা।
বুধবার সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ওই ঘটনাকে তারা জুলাই অভ্যুত্থানের চেতনাবিরুদ্ধ বলে বর্ণনা করেন। পাঠাগার ও স্কুল নির্মাণে বাধা দানকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
কমিউনিটি পাঠাগার ও স্কুল প্রতিষ্ঠার উদ্যোক্তা মীর রবি বলেন, “আশ্রয়ণ প্রকল্পে ভূমিহীন ও সুবিধাবঞ্চিত পরিবারের শিশু-কিশোরদের শিক্ষা ও সংস্কৃতির জন্য আমি দীর্ঘদিন থেকে কাজ করে আসছি। সম্প্রতি কাজ চলমান অবস্থাতেই সমন্বয়ক পরিচয়ধারী জাতীয় পার্টির সঙ্গে সম্পৃক্ত উপজেলা ছাত্রসমাজের সাধারণ সম্পাদক রওশন জামিল ও তার সঙ্গীরা প্রতিবন্ধকতা তৈরি করে।”
মীর রবির দাবি, “মূলত নানা সময়ে তার ব্যক্তিস্বার্থ চরিতার্থমূলক কাজের প্রতিবাদ জানানোয় সে আমাদের উদ্যোগকে বন্ধ করতে চাচ্ছে। তার বিরুদ্ধে উপজেলায় বিভিন্ন রকম অভিযোগ রয়েছে। আমরা সকল স্তরের সচেতন মানুষের সহযোগিতা প্রত্যাশা করছি।”
পাঠাগার ও স্কুল নির্মাণে বাধার অভিযোগের খবরে স্থানীয় প্রশাসনকে এ ব্যাপারে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক আনু মুহাম্মদ, লেখক অধ্যাপক সলিমুল্লাহ খান, কথাসাহিত্যিক ও সাংবাদিক ইমতিয়ার শামীম, লেখক অধ্যাপক শহীদ ইকবাল, লেখক অধ্যাপক রায়হান রাইন, কবি ও অধ্যাপক অভী চৌধুরী, লেখক সৈকত আরেফিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা, কবি ও সংস্কৃতিকর্মী শাহেদ কায়েস, কবি সঞ্জিব পুরোহিত, কবি নির্ঝর নৈঃশব্দ্য, কার্টুনিস্ট মেহেদী হক, রাষ্ট্র সংস্কার আন্দোলনের অর্থ সমন্বয়ক দিদারুল ভূঁইয়া।
বিবৃতিদাতাদের মধ্যে আরও রয়েছেন নাহিদ হাসান নলেজ, নূরুননবী শান্ত, মিজানুর রহমান নাসিম, সামিও শীশ, সঞ্জয় সরকার, শওকত হোসেন, অনার্য মুর্শিদ, আলমগীর কবির, ধ্রুব সাদিক, তপন চ্যাটার্জী, নূর এ আজম দ্বীপু, ভূঁইয়া, মুনতাসীর রহমান, জাহানুর রহমান খোকন, সুফল চাকমা, কুমার সুমন, এনাম রাজু, সেজান নুর, শিবলী হাওলাদার, জুবায়ের আলম জাহাজী, সুদীপ্ত শামীম, নাসরীন সুলতানা রেখা।
উদ্বেগ প্রকাশ করে বিবৃতিতে বলা হয়, “পাঠাগারের নির্মাণ কাজ সম্পন্ন না হলে বা বাতিল হলে আশ্রয়ণ প্রকল্পের ৪৫০ ভূমিহীন পরিবারের শিশু-কিশোররা উন্মুক্ত শিক্ষা ও সংস্কৃতি থেকে বঞ্চিত হবে, যা সমাজে বৈষম্যের শিকার সুবিধাবঞ্চিত শিশুদের জ্ঞান চর্চা ও সাংস্কৃতিক বিকাশ বাধাগ্রস্ত করবে।
“আমরা নানাসূত্রে জানতে পেরেছি, রংপুরে কমিউনিটি লাইব্রেরি ও স্কুল নির্মাণে সমন্বয়ক পরিচয়ের নাম ভাঙিয়ে কাজে বাধা প্রদান করেছে রওশন জামিলসহ তার সহযোগী নিষিদ্ধ ফ্যাসিস্ট দলের কতিপয় কর্মীরা।”
বিবৃতিতে আরও বলা হয়, “উপজেলা প্রশাসনের তত্ত্বাবধান ও সহযোগিতায় পাঠাগারের ঘর নির্মাণ শুরু হয়েছিল। কাজ চলার সময়েই বিতর্কিত ওই ব্যক্তি (রওশন জামিল) ও তার সহযোগীরা উপজেলা নির্বাহী অফিসার ও ঠিকাদারকে উদ্দেশ্য প্রণোদিতভাবে ‘ফ্যাসিবাদের দোসর’ ট্যাগ দিয়ে মবের ভয়ভীতি দেখিয়ে কাজ বন্ধ করতে বাধ্য করায়।
“একইসঙ্গে জুলাই গণঅভ্যুত্থানে সক্রিয় কবি ও সমাজকর্মী মীর রবিকেও আপত্তিকর ট্যাগ দেওয়া হচ্ছে। নিজেদের ব্যক্তিস্বার্থ হাসিলে লোকমাধ্যমে তাকে হুমকি দেওয়া হচ্ছে বলে আমরা জেনেছি, যা এদেশের গ্রামীণ সমাজ-সংস্কৃতির উন্নয়নে স্বেচ্ছাশ্রমে কাজ করা মানুষদের জন্য অশনিসংকেত।”
অভিযোগের বিষয়ে পীরগাছা উপজেলা ছাত্রসমাজের সাধারণ সম্পাদক রওশন জামিলের বক্তব্য জানার চেষ্টা করছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।