Published : 28 Apr 2024, 01:05 AM
দাবদাহের মধ্যে শনিবার রাজধানীর মুগদায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
এদিন সন্ধ্যায় মদিনাবাগ এলাকার ফুটপাতে পড়েছিলেন তিনি। আনুমানিক ৩৫ বছর বয়সী ওই ব্যক্তিকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মৃতের পরনে লাল চেক লুঙ্গি ও লাল চেক শার্ট আছে।
মুগদা থানার এসআই ফেরদদৌস আলম বলেন, অচেতন হয়ে একজন ফুটপাতে পড়ে আছে, এমন খবর পেয়ে পুলিশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।
মৃত ব্যক্তি ভবঘুরে প্রকৃতির জানিয়ে তিনি বলেন, “তার প্রকৃত পরিচয় জানার চেষ্টা চলছে। হিটস্ট্রোকে আক্রান্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।"