Published : 30 Oct 2024, 09:26 PM
সাবেক কৃষিমন্ত্রী মো. আব্দুস শহীদকে গ্রেপ্তারের সময় তার বাসা থেকে নগদ তিন কোটি ১০ লাখ টাকা, প্রচুর বৈদেশিক মুদ্রা ও ৮৫ ভরি স্বর্ণ উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।
ঢাকা মহানগর পুলিশ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দেশি-বিদেশি মুদ্রা ও সোনা উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে ও মুদ্রা পাচার আইনে আলাদা মামলা করার প্রক্রিয়া চলছে।
মৌলভীবাজার-৪ আসন থেকে ছয়বার সংসদে যাওয়া এই রাজনীতিবিদ উপাধ্যক্ষ আব্দুস শহীদ নামে রাজনৈতিক অঙ্গনে পরিচিত।শেখ হাসিনার সর্বশেষ মন্ত্রিসভায় কৃষিমন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন তিনি।
ডিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার ভোর রাতে উত্তরা ১০ নম্বর সেক্টরের ২ নম্বর সড়কের বাসা থেকে আব্দুস শহীদকে গ্রেপ্তার করা হয়।
সে সময় তার বাসা থেকে নগদ ৩ কোটি ১০ লাখ টাকা, এক হাজার ১২০ কানাডিয়ান ডলার, এক হাজার ১০০ ইউরো, পাঁচ হাজার ৩০০ থাইবাথ, এক হাজার ৯৫৩ ইউএস ডলার, ৫০০ মেক্সিকান ডলার, ৫০ হংকং ডলার, তিন হাজার রুপি, তিন হাজার ১১৭ কাতার রিয়াল এবং ৯৯০.৫০ গ্রাম (৮৫ ভরি প্রায়) ওজনের স্বর্ণালঙ্কার ও বার উদ্ধার করার কথা বলছে পুলিশ।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যার একটি ঘটনায় উত্তরা পশ্চিম থানার মামলায় গ্রেপ্তার দেখিয়ে বুধবার শহীদকে আদালতে হাজির করে পুলিশ। ১০ দিনের রিমান্ড আবেদনের শুনানি করে ঢাকার একজন মহানগর হাকিম চার দিনের হেফাজত মঞ্জুর করেন।
এই মামলাটি ছাড়াও উত্তরা-পশ্চিম থানায় আরো দুটি হত্যা মামলা ও মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানায় একটি হত্যাচেষ্টা মামলা রয়েছে শহীদের নামে।