Published : 17 Jun 2025, 03:10 PM
বৈষম্যবিরোধী আন্দোলন ঘিরে হত্যা মামলায় খোরশেদ আলম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সিআইডি।
যাকে ঢাকা দক্ষিন সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসের 'সহযোগী' বলে দাবি করছে সিআইডি পুলিশ।
ঢাকার শুক্রাবাদ এলাকা সোমবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে সিআইডি জানিয়েছে।
তাতে বলা হয়েছে, সরকার পতনের আগের দিন ৪ অগাস্টের ধানমন্ডি জিগাতলা এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনের মধ্যে গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে আব্দুল্লাহ সিদ্দিক নামে এক আন্দোলনকারী নিহত হন।
এ ঘটনায় করা মামলার তদন্তের ধারাবাহিকতায় 'পলাতক' খোরশেদ আলমকে গ্রেপ্তারের তথ্য দিয়ে সিআইডি বলছে, "খোরশেদ আলম ঘটনাস্থলে উপস্থিত থেকে হামলায় নেতৃত্ব দেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ছাত্রজনতার ওপর হামলার বিষয়টি স্বীকার করেছেন।"
খোরশেদ আলম সাবেক মেয়র তাপসের ঘনিষ্ঠজন ছাড়াও জুলাই আন্দোলন দমন কার্যক্রমে একজন সক্রিয় ব্যক্তি বলে জানিয়েছে সিআইডি।
এর আগে একই মামলায় গত ১৫ মে তাপসের 'বিশেষ প্রতিনিধি' এস এম কামাল হায়দারকে গ্রেপ্তার করেছিল সিআইডি।
ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র তাপসের সম্পর্কে ফুফু হন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তাপসকে প্রকাশ্যে দেখা যায়নি। তিনি আগেই বিদেশে চলে গেছেন বলে আলোচনা আছে।
ছাত্র-জনতার আন্দোলনে সহিংসতা ও প্রাণহানির ঘটনায় যেসব মামলা হয়েছে, তার অনেকগুলোতে তাপস আসামি।