Published : 24 Oct 2024, 04:20 PM
আগামী বছরের হজের প্রাথমিক নিবন্ধনের সময়সীমা ৩০ নভেম্বরই বহাল রেখেছে সরকার।
বুধবার এক বিজ্ঞপ্তিতে ধর্ম মন্ত্রণালয় সবশেষ সিদ্ধান্তের কথা জানিয়েছে।
গত ২৫ অগাস্ট ধর্ম মন্ত্রণালয় জানিয়েছিল, আগামী বছরের হজের জন্য ৩০ নভেম্বরের মধ্যে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে হবে। পরে ওই সময়সীমা কমিয়ে ২৩ অক্টোবর ঠিক করার কথা জানিয়েছিল মন্ত্রণালয়।
জানতে চাইলে মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবু বকর সিদ্দীক বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সময় আসলে কমানো-বাড়ানো হয়নি। আমরা সুষ্ঠু হজ ব্যবস্থাপনার স্বার্থে ২৩ অক্টোবরের মধ্যেই হজ সম্পন্ন করার কথা বলেছিলাম।
“যেহেতু ওই সময়ের সঙ্গে সৌদি আরবে বাড়ি ভাড়া, তাবু বরাদ্দসহ কিছু বিষয় জড়িত ছিল। এখন মন্ত্রণালয় থেকে আগের ঘোষিত সময় পর্যন্ত প্রাথমিক নিবন্ধনের সময় রাখা হয়েছে।”
বর্তমানে হজে যেতে হলে প্রথম ধাপে ৩০ হাজার টাকা ফি পরিশোধ করে প্রাক নিবন্ধন করতে হয়। এরপর নির্দিষ্ট সময়ে ৩ লাখ টাকা দিয়ে সারতে হয় প্রাথমিক নিবন্ধন। আর হজের প্যাকেজ ঘোষণা হলে বাকি টাকা পরিশোধ করে নিবন্ধন সম্পন্ন করা যায়।
প্যাকেজ ঘোষণা ৩০ অক্টোবর
২০২৫ সালের হজের প্যাকেজ আগামী ৩০ অক্টোবর ঘোষণা করা হবে বলে জানিয়েছেন জনসংযোগ কর্মকর্তা আবু বকর সিদ্দীক।
তিনি বলেন, “গতবারের একই সময়ের তুলনায় এ বছর প্রাক নিবন্ধনের সংখ্যা বেশি। আমাদের উপদেষ্টা জানিয়েছেন ৩০ অক্টোবর হজের প্যাকেজ ঘোষণা করা হবে৷
“গতবারের তুলনায় যেহেতু প্যাকেজের দাম কমানোর চেষ্টা চলছে। এরপর নিবন্ধন আরও বাড়বে বলে আশা রাখি।”
ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালের তথ্যানুযায়ী, বৃহস্পতিবার বিকাল ৪টা পর্যন্ত সরকারি মাধ্যমে এ বছর হজের জন্য প্রাক নিবন্ধন করেছেন ২ হাজার ৪৬ জন। আর বেসরকারি মাধ্যমে প্রাক নিবন্ধন করেছেন ৬২ হাজার ৫৮২ জন।
এর মধ্যে সরকারি মাধ্যমে প্রাথমিক নিবন্ধন করেছেন ২ হাজার ৫৪৯ জন। আর বেসরকারি মাধ্যমে প্রাথমিক নিবন্ধন করেছেন ৫ হাজার ৫২৮ জন।
খরচ বেড়ে যাওয়ায় চলতি বছর হজ কোটার প্রায় ৩৫ শতাংশ পূরণ করতে পারেনি বাংলাদেশ। এবার ১ লাখ ২৭ হাজার ১৯৮ জনের কোটা থাকলেও বাংলাদেশ থেকে হজযাত্রী ছিল ৮৫ হাজার ২৫৭ জন।
ধর্ম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ২০২৫ সালের জন্যও একই সংখ্যক কোটা পেয়েছে বাংলাদেশ। এবার যাতে কোটা পূরণ হয়, সেজন্য খরচ কমানোর দাবি জানিয়ে আসছেন হজ যাত্রী ও এজেন্সিরা।