Published : 10 Apr 2024, 11:11 PM
বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
বুধবার এক বিবৃতিতে ঢাকায় ভারতীয় হাই কমিশন জানিয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লেখা চিঠিতে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান মোদী।
চিঠিতে নরেন্দ্র মোদী বলেছেন, “ঐতিহ্যগত ঐকান্তিকতার সঙ্গে আমরা যখন ঈদুল ফিতর উদযাপন করছি, সারাবিশ্বের মানুষকে স্মরণে আসছে সহানুভূতি, ভ্রাতৃত্ব এবং একাত্ববোধের মূল্যবোধের প্রসঙ্গ।”
বিশ্বের সব মানুষের শান্তি, সৌহার্দ্য, সুস্বাস্থ্য ও আনন্দের আশা প্রকাশ এবং প্রার্থনাও চিঠিতে করেছেন ভারতের প্রধানমন্ত্রী।
আরও বলিষ্ঠ অগ্রগতির জন্য ভারত-বাংলাদেশের মধ্যে বন্ধুত্ব এবং পারস্পরিক আস্থার বন্ধনের প্রত্যাশার কথাও চিঠিতে বলেছেন নরেন্দ্র মোদী।