Published : 07 Aug 2023, 04:56 PM
এইচএসসি পরীক্ষা পেছানোর দাবিতে ঢাকার সায়েন্স ল্যাবরেটরি এলাকায় প্রায় দুই ঘণ্টা ধরে অবস্থান কর্মসূচি পালন করেছে একদল শিক্ষার্থী; তাতে ওই এলাকাসহ আশপাশে দেখা দিয়েছে তীব্র যানজট।
সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে সড়কের পাশে অবস্থান নেয় আন্দোলনকারী। ১টার দিকে তারা সড়কে যান চলাচল বন্ধ করে দিয়ে বেলা ৩টা পর্যন্ত অবস্থান নেয়।
পুলিশের রমনা বিভাগের নিউ মার্কেট জোনের অতিরিক্ত উপ কমিশনার শাহেন শাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিভিন্ন কলেজের প্রায় অর্ধশতাধিক পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষা পেছানো এবং ১০০ নম্বরের পরিবর্তে ৫০ নম্বরের পরীক্ষা নেওয়া দাবিতে সড়কে নামে।
“তাদের শিক্ষা বোর্ডে যাওয়ার পরামর্শ দেওয়া হলে কিছুক্ষণ পর চলে গিয়ে আবার ঘুরে ছড়িয়ে ছিটিয়ে অবস্থান করে।”
বেলা ৩টার দিকে পুলিশ কর্মকর্তা শাহেন শাহ বলেন, “তারা চলে যাচ্ছে। যান চলাচল স্বাভাবিক হয়েছে।”
রমনা বিভাগের অতিরিক্ত উপ কমিশনার (ট্রাফিক) সোহেল রানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শিক্ষার্থীরা সায়েন্স ল্যাবরেটরি এলাকা ছেড়ে শাহবাগের দিকে গেছে।
“তাদের অবস্থানের কারণে যানচলাচল বিঘ্নিত হয়। এ কারণে গাড়ির চাপও বেড়েছে। এগুলো সামাল দেওয়ার জন্য পুলিশ কাজ করছে।”
এদিকে শিক্ষার্থীদের সড়কে অবস্থানের কারণে পুরো মিরপুর রোড, নিউমার্কেট, নীলক্ষেত ছড়িয়ে শাহবাগ এলাকায় এর প্রভাব পড়ে, সৃষ্টি হয় যানজটের।
চলতি বছরের এইচএসসি ও সমামানের পরীক্ষা শুরু হবে ১৭ অগাস্ট থেকে, তত্ত্বীয় পরীক্ষা চলবে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত। ইতিমধ্যে এই পরীক্ষার সূচি প্রকাশ করা হয়েছে।