Published : 04 Nov 2023, 11:06 PM
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক হতে আগ্রহীদের জন্য ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
শনিবার এ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ-এনটিআরসিএ।
অনলাইনে (http://ntrca.teletalk.com.bd) আগামী ৯ নভেম্বর সকাল ৯টা থেকে আবেদন শুরু হবে; চলবে ৩০ নভেম্বর রাত ১২টা পর্যন্ত।
আবেদনের ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রি-পেইড নম্বর থেকে ৩৫০ টাকা আবেদন ফি দিতে হবে।
আবেদন প্রক্রিয়া শেষে প্রথম ধাপে ১ ঘণ্টার প্রিলিমিনারি টেস্ট নেবে এনটিআরসিএ। পরের ধাপে স্কুল পর্যায় ও কলেজ পর্যায় পরীক্ষার সূচি প্রকাশ করবে নিবন্ধন কর্তৃপক্ষ।
বাংলা, ইংরেজি, সাধারণ গণিত ও সাধারণ জ্ঞানের ১০০ নম্বরের পরীক্ষায় ন্যূনতম ৪০ নম্বর পেলেই কেবল দ্বিতীয় ধাপের লিখিত পরীক্ষায় অংশ নেওয়া যাবে।
তিন ঘণ্টায় ১০০ নম্বরের লিখিত পরীক্ষা শেষে নির্ধারিত সংখ্যক প্রার্থীকে মৌখিক পরীক্ষায় ডাকা হবে বলে জানিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ। মেধা তালিকায় জায়গা পেতে মৌখিক পরীক্ষার দুই অংশে ৪০ শতাংশ করে নম্বর পেতে হবে।