Published : 02 Nov 2023, 06:24 PM
এক দশক আগে নির্বাচনের বিরোধিতায় বিএনপি-জামায়াতের আন্দোলনের মধ্যে ঢাকার গেণ্ডারিয়ায় পুলিশের গাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও ভাঙচুরের মামলায় সাবেক কাউন্সিলর মকবুল হোসেন টিপুসহ বিএনপি-জামায়াতের ১০ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে আদালত।
ঢাকার মহানগর হাকিম শেখ সাদী বৃহস্পতিবার আসামিদের অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
আসামিপক্ষের আইনজীবী মহিউদ্দিন চৌধুরী জানান, আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।
রায়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৪০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মকবুল হোসেন টিপু ওরফে কমিশনার টিপু, তার সহযোগী আব্দুল কাদের, রফিকুল ইসলাম ওরফে ময়না, ওমর নবী ওরফে বাবুকে আড়াই বছর কারাদণ্ড এবং দুই হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন বিচারক। অর্থদণ্ড অনাদায়ে তাদের আরও সাত দিনের বিনাশ্রম কারাভোগ করতে হবে।
এছাড়া আসামি জাবের হোসেন, সাইফুল ইসলাম, মো. সালেহ, মাহমুদ হোসেন ওরফে রবিন, মো. লিটন ও মাহবুবুর রহমানকে দণ্ডবিধির ১৪৩ ধারায় ছয় মাসের সশ্রম কারাদণ্ড এবং দণ্ডবিধির ৪৩৫ ধারায় আড়াই বছর কারাদণ্ড এবং দুই হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। জরিমানা অনাদায়ে আরও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে তাদের।
মামলার বিবরণে জানা যায়, দশম জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপি-জামায়াতের আন্দোলনের মধ্যে ২০১৩ সালের ৯ ডিসেম্বর ভোরে পুলিশের গাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন ধরিয়ে দেয় ১২ থেকে ১৩ জন । সে সময় ইটের আঘাতে গাড়ির গ্লাস ভেঙে যায়।
এ ঘটনায় সেদিনই গেণ্ডারিয়া থানায় মামলা করেন পুলিশের গাড়ির চালক নায়েক হেমন্ত কুমার রায়। পরে তদন্ত করে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে ১০ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।