Published : 07 Mar 2024, 10:47 PM
হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) ২০২৪-২০২৬ মেয়াদের কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে এম শাহাদাত হোসাইন তসলিম সভাপতি ও ফারুক আহমেদ সরদার মহাসচিব হয়েছেন।
আর ইয়াকুব শরাফতী জ্যেষ্ঠ সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন বলে হাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়, গত ২ মার্চ কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের ২৭টি, ঢাকা আঞ্চলিক পরিষদে ১৫টি, চট্টগ্রাম আঞ্চলিক পরিষদে ৯টি ও সিলেট আঞ্চলিক পরিষদে ৯টি পদে নির্বাচন হয়।
এতে ডাইন্যাস্টি ট্রাভেলসের তসলিম তৃতীয়বারের মতো সভাপতি হন। নর্থ সাইফ ট্রাভেলসের ফারুক তৃতীয়বারের মতো মহাসচিব হন। আর এয়ার টাচ লিমিটেডের ইয়াকুব চতুর্থবারের মতো জ্যেষ্ঠ সহ-সভাপতি নির্বাচিত হন।
নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল প্রায় ৭০ শতাংশ। নির্বাচন বোর্ডের চেয়ারম্যান হাফিজুর রহমান ভোটের ফল ঘোষণা করেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।