Published : 05 Feb 2023, 10:05 PM
ই-মেইল আইডি হ্যাক করে অর্থ আত্মসাৎ এবং ডার্ক ওয়েব থেকে আর্থিক তথ্য নিয়ে বিভিন্ন দেশের ক্রেডিট কার্ড হ্যাক করে প্রতারণা করার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ।
গ্রেপ্তার দুইজন হলেন, মোহাম্মদ শহীদুজ্জামান রনি ও মো. মাজহারুল ইসলাম শাকিল। তারা সম্পর্কে শ্যালক-দুলাভাই। দুলাভাই রনি এসএসসি পাস, আর শ্যালক শাকিল একটি পলিটেকনিক কলেজে পড়াশোনা করছে।
রোববার ভোরে চাঁদপুর জেলায় বিশেষ অভিযান চালিয়ে এই দুই ‘হ্যাকার’কে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানায়।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাইবার ক্রাইম দক্ষিণের অতিরিক্ত উপকমিশনার সাইফুর রহমান আজাদ বলেন, এম এ আহসানুল বারী জার্মানির ‘কারকন কার্গো লিমিটেডের’ বাংলাদেশ প্রতিনিধি ‘কারকন কার্গো কন্ট্রোল বিডি’-র স্বত্ত্বাধিকারী। তিনি গুলাশান থানায় শনিবার একটি একটি মামলা করেন।
সেখানে তিনি অভিযোগ করেন, কেউ তার ই-মেইল আইডি হ্যাক করে জার্মানিতে মূল কোম্পানির কাছে তাদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট পরিবর্তন করে খরচ বাবদ ৪ হাজার ৮০০ ডলারের ডিমান্ড নোট পাঠায়। ওই অভিযোগ পাওয়ার পর আইপি অ্যাড্রেস অ্যানালিসিস করে দুই হ্যাকারকে গ্রেপ্তার করা হয়।
উপকমিশনার সাইফুল বলেন, “হ্যাকাররা ডার্ক ওয়েবের বিভিন্ন সাইট থেকে ই-মেইলের তথ্য সংগ্রহ করে। তারা ডার্ক ওয়েব থেকেই ‘কারকন গ্রুপের (জার্মানি) বাংলাদেশ প্রতিনিধির ই-মেইলের তথ্য পায়। এরপর হ্যাকাররা কোম্পানির ই-মেইল অ্যাড্রেসে প্রবেশ করে জার্মানিতে মূল কোম্পানির কাছে খরচ বাবদ আত্মসাৎ করা ডলার চেয়ে মেইল করে। মেইলে তারা পূর্বের দেওয়া ব্যাংক অ্যাকাউন্ট পরিবর্তন করে হ্যাকারদের নিজেদের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য উল্লেখ করে তার অ্যাকাউন্টে টাকা পাঠাতে অনুরোধ করে।
“নতুন অ্যাকাউন্ট দেখে জার্মানি থেকে আবার অ্যাকাউন্ট কনফার্ম করার জন্য বলা হয়। তারা (হ্যাকার) আবার কনফার্ম মেইল পাঠালে জার্মান কোম্পানি হ্যাকারদের দেওয়া অ্যাকাউন্টে ডলার পাঠিয়ে দেয়।
“আহসানুল বারী দেখেন তার ই-মেইলে আগের অনেক তথ্য মুছে গেছে। তখন জার্মানির কোম্পানির সঙ্গে যোগযোগ করলে তারা জানায় যে, তার দেওয়া নতুন অ্যাকাউন্টে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে ৪ হাজার ৮০০ ডলার পাঠানো হয়েছে। তখন আহসানুল বারী পুলিশকে জানালে পুলিশ দুইজনকে গ্রেপ্তার করে এবং তারা টাকা আর আত্মসাৎ করা অর্থ তুলতে পারেনি।”
আজাদ বলেন, “তারা ডার্ক ওয়েবের বিভিন্ন সাইট থেকে ই-মেইল এবং ভিসা, মাস্টারকার্ড, পেপাল, বিভিন্ন ডেবিট ও ক্রেডিট কার্ডের তথ্য সংগ্রহ করে। এরপর তারা ব্যাংক অ্যাকাউন্ট পরিবর্তন নিজেদের অ্যাকাউন্ট দিয়ে অর্থ আত্মসাৎ করত।
“অনলাইনে প্রতারণার ঘটনায় মোহাম্মদ শহীদুজ্জামান ওরফে রনিকে আগেও গ্রেপ্তার করা হয়েছিল। কিছুদিন আগে সে জামিনে মুক্তি পেয়ে শ্যালক শাকিলকে নিয়ে আবার ই-মেইল এবং ভিসা, মাস্টারকার্ড, পেপালসহ বিভিন্ন ডেবিট ও ক্রেডিট কার্ডের তথ্য সংগ্রহ করে হ্যাকিংয়ের মাধ্যমে অর্থ আত্মসাৎ এবং আইফোনসহ বিভিন্ন ইলেক্ট্রোনিক্স পণ্য, উন্নত মানের কসমেটিকস পণ্য প্রতারণামূলকভাবে অর্ডার করে।”