Published : 21 Apr 2023, 10:07 PM
বাবা-মায়ের ঝগড়ার কারণে প্রায়ই ‘মার খেতে হত’ প্রথম শ্রেণি পড়ুয়া ঢাকার এক শিশুকে; যে আর সইতে না পেরে মায়ের নামে নালিশ করে বসেছে পুলিশে।
পরে পুলিশ গিয়ে শিশুটিকে উদ্ধার ও মাকে আটক করে থানায় এনেছে; খবর দেওয়া হয়েছে আত্মীয় স্বজনদের।
শুক্রবার জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর নম্বরে আট বছরের সেই শিশুর ফোন পাওয়ার পর বিষয়টি খোঁজ খবরের দায়িত্ব দেওয়া হয় মিরপুর থানা পুলিশকে।
ওই থানার ওসি মোহাম্মদ মহসীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মিরপুর ৬০ ফিট এলাকায় থাকা ওই শিশুর সঙ্গে কথা বলার পর তারা ওই বাসা যান। পরে তার মাকে আটক করে থানায় আনা হয়।
ওসি বলেন, শিশুটি প্রথমে জাতীয় জরুরি সেবা ৯৯৯ ফোন করে মায়ের বিরুদ্ধে অভিযোগ করে। পরে শিশুটির সঙ্গে যোগাযোগ করে আমি সরাসরি কথা বলি এবং ঠিকানা জেনে নিয়ে তার বাসায় গিয়ে তাকে উদ্ধার করি।
“শিশুটির অভিযোগ তার বাবা-মায়ের মধ্যে প্রায়ই ঝগড়া হয়। আর এ কারণে তার মা শুধু তাকে মারধর করে।“
৯৯৯ এ শিশুটির ফোন করা প্রসঙ্গে ওসি জানান, শিশুটির বাবা তাকে বলেছে, কখনও কোনো বিপদে পরলে ৯৯৯ এ ফোন করতে। ফোন করলে পুলিশ আসে। এ কারণে সে ৯৯৯ এ ফোন করে।
শিশুটির বাবা এসির মেকানিক হিসেবে কাজ করেন জানিয়ে ওসি বলেন, শিশুটির পরিবারের অন্য সদস্যদেরক খবর দেওয়া হয়েছে। তার নানা এসেছেন, আরও আত্মীয়-স্বজনকে ডাকা হয়েছে।
শিশুটি এখন তার মার কাছে নিরাপদ নয় জানিয়ে পুলিশ পরির্দশক মহসীন বলেন, “আমরা সবার সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। একান্তই কোনো কিছু না হলে শিশুটির মাকে আদালতে পাঠানো হবে। আদালতের পরবর্তী সিদ্ধান্ত অনুযায়ী আমরা কাজ করব।“