Published : 16 Nov 2022, 04:40 PM
প্রতারণার অভিযোগে ঢাকার উত্তরার এক বাসিন্দাকে মিরপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার বিকালে মিরপুরের জনতা হাউজিং এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়; তবে তার বাড়ি দক্ষিণখানের পূর্ব আজমপুরে বলে উত্তরা পশ্চিম থানার ওসি মোহাম্মদ মোহসীন জানান।
তার নামে বিভিন্ন থানায় ৮টি প্রতারণা মামলা রয়েছে।
ওসি বলেন, গ্রেপ্তার আরিয়ান আহম্মেদ (৩৭) কখনও কম্পিউটার ব্যবসায়ী, কখনও স্বর্ণ ব্যবসায়ী, কখনও কানাডাভিত্তিক এনজিওর কান্ট্রি ডিরেক্টর, কখনও মিডিয়ার মালিক, আবার কখনও প্রবাসী ব্যবসায়ী হিসেবে পরিচয় দিতেন ।
এছাড়া প্রশাসন ও সেনাবাহিনীর উচ্চ পর্যায়ে তার ‘যোগাযোগ’ রয়েছে দাবি করেও অনেকের টাকা হাতিয়ে নিতেন।
ওসি মোহসীন বলেন, আরিয়ান মিজান নামে এক প্রবাসীর কাছ থেকে কম্পিউটার ব্যবসায় বিনিয়োগ করার কথা বলে ১ লাখ টাকা নেন।
“এরপর 'মেজরের' জন্য স্বর্ণের বার কিনবেন বলে ৯ লাখ টাকা মূল্যের স্বর্ণের বার নেন। এই ১০ লাখ টাকা পরিশোধের নাম করে তাকে (মিজান) চেক দেন। কিন্তু সেই একাউন্টে এক টাকাও ছিল না।”
মিঠুন সরকার নামে আরেক ব্যক্তির কাছে আরিয়ান নিজেকে কানাডাভিত্তিক একটি এনজিওর কান্ট্রি ডিরেক্টর পরিচয় দেন।
এই এনজিওর উদ্যোগে দেশের বিভিন্ন স্থানে বিশ্বমানের শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তুলেন; সেই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কানাডায় নিয়ে যাওয়া হয় বলেও মিঠুনের কাছে দাবি করেন আরিয়ান।
“এই শিক্ষা প্রতিষ্ঠান গড়ার নামে মিঠুনের কাছ থেকে ১৮ লাখ টাকা হাতিয়ে নেন আরিয়ান।”
মিজান ও মিঠুনের অভিযোগের ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে জানিয়ে ওসি জানান, মঙ্গলবার আরিয়ান ইতালি পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন।