Published : 06 Apr 2015, 12:16 AM
অনেক দিন পর ব্লগে এলাম। খালি হাতে তো আর আসা যায়না। তাই সাথে করে নিয়ে এলাম আপনাদের জন্য এই লেবু ক'টা।
কাজের চাপে ব্লগে আসার সময় খুব একটা হয়না। অফিসের সামনে গাছটা দীর্ঘদিন যাবত দেখে আসছি। ভাবলাম একটা ছবি কেন শেয়ার করি না সবার সাথে?