Published : 16 Oct 2011, 01:19 AM
এই ছবিটি ৬৯ এর মিছিল থেকে তোলা । আমার কাছে অনেক দিন ধরে আছে, কিন্তু, কোনো তথ্য পাইনি ছবি সম্পর্কিত । এখন যাও পেয়েছি, খুবই যৎসামান্য । কিন্তু ভেবে দেখলাম, তথ্যের জন্য ছবিটি উপেক্ষা করা ঠিক হবে না।
ছেলেটি মিছিলে রাজপথে নেমে যায় এবং লক্ষ্য করলে দেখবেন তার অবস্থান সবার আগে । মিলিটারি রা ছেলেটিকে গুলি করে মেরে ফেলে বলে জানা যায় মিছিল করার জন্য ।
আর কোন তথ্য কি দিতে পারবেন কেউ ???