Published : 03 Jun 2025, 12:53 AM
এখন থেকে নির্মাণ সংস্থা, যোগানদার ও সিঅ্যান্ডএফ এজেন্টদের ছয় মাস অন্তর রিটার্ন দাখিল করতে হবে।
সোমবার ২০২৫-২৬ অর্থবছরের বাজেট বক্তৃতায় এ ঘোষণা দেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।
তিনি বলেন, ২০১২ সালের মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইনে কিছু সংশোধনী আনা হয়েছে।
সালেহউদ্দিন বলেন, “নির্মাণ সংস্থা, যোগানদার, সিএন্ডএফ এজেন্ট কর্তৃক রিটার্ন দাখিলের মেয়াদ প্রতি মাসের পরিবর্তে প্রতি ছয় মাস করা হয়েছে।”
অর্থ উপদেষ্টা বলেন, “দেশের প্রত্যক্ষ কর ব্যবস্থাকে আধুনিক, ন্যায্য, করদাতাবান্ধব ও বিনিয়োগবান্ধব করার ধারাবাহিকতায় ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে বেশ কিছু উল্লেখযোগ্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে।”
২০২৪ সালের অর্থ আইনের মাধ্যমে ২০২৫-২৬ করবর্ষের জন্য ভবিষ্যাপেক্ষ করহার ও সারচার্জ ঠিক করা হয়েছিল। এর ধারাবাহিকতায় এ বছর অর্থ অধ্যাদেশের মাধ্যমে ২০২৬-২৭ ও ২০২৭-২৮ করবর্ষের করহার ও সারচার্জ ঠিক করা হয়েছে বলে জানান সালেহউদ্দিন আহমেদ।
বাজেট প্রস্তাব পাস হবে ৩০ জুন; ১ জুলাই শুরু হবে নতুন অর্থবছর।