Published : 26 May 2025, 05:33 PM
সাত বছরের বিরতির পর আবারও পর্দায় ফিরছে দেশের অন্যতম জনপ্রিয় রিয়েলিটি শো ‘লাক্স সুপারস্টার’। প্রতিযোগিতার ১০ম আসরটি আয়োজন করা হয়েছে আরও বিস্তৃত পরিসরে এবং আধুনিক সময়ের চাহিদা অনুযায়ী।
২০০৫ সালে লাক্স বাংলাদেশের হাত ধরে যাত্রা শুরু করা এই প্রতিযোগিতামূলক প্ল্যাটফর্মটি দেশের বিনোদন জগতকে দিয়েছে বহু সম্ভাবনাময় নতুন মুখ। এখান থেকেই উঠে এসেছেন আজমেরী হক বাঁধন, বিদ্যা সিনহা মিম, মেহজাবীন চৌধুরী, জাকিয়া বারি মম, আফসানা আরা বিন্দু, নাজিফা তুষি, নাজিয়া হক অর্ষা, মুমতাহিনা টয়াসহ অনেকে, যাঁরা টেলিভিশন, চলচ্চিত্র এবং ওটিটি প্ল্যাটফর্মে নিজেদের অবস্থান সুদৃঢ় করেছেন।
নতুন মৌসুমে আয়োজকরা খুঁজছেন এমন প্রতিযোগীদের—যাঁদের মধ্যে আছে অভিনয়ের প্রতি গভীর আগ্রহ, নিজস্ব স্টাইলের ভাবনা এবং কনটেন্ট নির্মাণে সৃজনশীলতা। তিনটি বিষয়কেই এবারের বিচার-প্রক্রিয়ার মূল স্তম্ভ হিসেবে ধরা হয়েছে: অভিনয়, স্টাইলিং, এবং কনটেন্ট মেকিং।
অভিনয়ে এবার জোর দেওয়া হচ্ছে শুধু সংলাপ বলার গুণে নয়, বরং মঞ্চ বা ক্যামেরার সামনে এক চরিত্রকে পুরোপুরি ধারণ করার দক্ষতায়। স্টাইলিং-এর ক্ষেত্রে অংশগ্রহণকারীদের নিজস্বতা এবং আত্মবিশ্বাস প্রকাশ কতটা সফলভাবে ঘটছে, তা হবে বিচারযোগ্য। আর কনটেন্ট নির্মাণকে বিবেচনা করা হচ্ছে বর্তমান সময়ের সবচেয়ে প্রয়োজনীয় দক্ষতা হিসেবে—যেখানে একজন প্রতিযোগীকে শেখানো হবে কীভাবে নিজের ভাবনা এবং পরিচিতিকে তুলে ধরা যায় ক্যামেরার পেছনে থেকেও, ডিজিটাল মাধ্যমে।
প্রতিযোগীদের এই শেখার যাত্রায় পাশে থাকবেন বিনোদন ইন্ডাস্ট্রির অভিজ্ঞ শিল্পী, জনপ্রিয় ইনফ্লুয়েন্সার এবং স্টাইলিস্টরা। গ্রুমিং প্ল্যাটফর্ম হিসেবে ‘লাক্স সুপারস্টার’ সবসময়ই পরিচিত ছিল তারকা গড়ার একটি ধাপ হিসেবে, এবারের আসরেও তার ব্যতিক্রম হবে না।
এই মৌসুমে বিচারকের আসনে রয়েছেন তিনজন পরিচিত মুখ—অভিনেত্রী মেহজাবীন চৌধুরী, অভিনেত্রী জয়া আহসান এবং নির্মাতা রায়হান রাফী। তাঁদের উপস্থিতি প্রতিযোগিতায় একটি ভিন্ন মাত্রা যোগ করবে বলে মনে করছেন আয়োজকেরা।
প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন শুরু হয়েছে ৯ মে ২০২৫ থেকে এবং চলবে ১২ জুন ২০২৫ পর্যন্ত। অংশগ্রহণ করতে ইচ্ছুক ১৮ থেকে ২৭ বছর বয়সী নারীরা অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবেন www.luxsuperstar.com ওয়েবসাইটে। এছাড়া নির্ধারিত কিছু ক্যাম্পাস ও লোকেশন থেকেও অফলাইনে রেজিস্ট্রেশন করা যাবে।
লাক্স সুপারস্টার শুধু একটি রিয়েলিটি শো নয়—এটি একজন নারীর আত্ম-আবিষ্কারের যাত্রা, নিজের কণ্ঠ খুঁজে পাওয়ার একটি সাহসী প্রয়াস। এক ক্লিকেই খুলে যেতে পারে তারকা হয়ে ওঠার দরজা।
ডিসক্লেইমার
প্রতিবেদনটি একটি বিজ্ঞাপন বার্তা; সংবাদ প্রতিবেদন নয়। আর সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে তৈরি করা। এর কোনো কনটেন্টের দায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের নয়।